মেসি-নির্ভরতা কমাতে চান বাউসা

বিশ্বের সেরা খেলোয়াড়টি তাহলে দলের সমস্যাও তৈরি করে! আর্জেন্টিনার নতুন কোচ এদগার্দো বাউসার অন্তত তাই মনে হচ্ছে। দলে বিশ্বের সেরা খেলোয়াড় লিওনেল মেসি। তারায় ঠাসা মাঝমাঠ আর ফরোয়ার্ড লাইন। রক্ষণ দুর্গও সমীহ জাগানিয়া। তার পরও তিন বছরে হারতে হয়েছে টানা তিনটি ফাইনাল! দাপটে ফাইনালে পৌঁছেও শিরোপা জিততে না পারার রহস্য কী? আর্জেন্টিনার এই রোগটা ধরতে পেরেছেন নতুন কোচ এদগার্দো বাউসার। তাঁর মনে হচ্ছে লিওনেল মেসির ওপর অতি নির্ভরতাই এর কারণ। 


শতবর্ষী কোপার ব্যর্থতা নিয়ে কাটাছেঁড়া করে বাউসারের মনে হয়েছে আর্জেন্টিনা ডুবেছে মেসির ওপর অতিরিক্ত নির্ভর করতে গিয়ে। বল পেলে সবাই সেটা বাড়িয়ে দেয় মেসির দিকে আর অপেক্ষায় থাকে কোনো এক জাদুছোঁয়ায় মেসি বাড়াবেন গোলের পাস বা লক্ষ্য ভেদ করবেন নিজে। তাতে একদিকে যেমন আর্জেন্টিনা খেলতে পারেনি নিজেদের শতভাগ তেমনি মেসির ওপর বেড়েছে চাপের বোঝা। একজনকে কেন্দ্র করে খেলার এ ধরনটা বদলাতে চান তিনি, ‘গোল করা বা খেলা তৈরি করার জন্য সব সময় মেসির দিকে তাকিয়ে থাকা চলবে না। মেসিকেই যেন সব কিছুর সমাধান করে দিতে না হয়—এমন একটা পরিস্থিতি তৈরি করতে হবে আমাদের। খেলতে হবে একটা দল হয়ে। 

বিশ্বাস থাকতে হবে দলের সবার প্রতি, একক কারো ওপর নির্ভর করা যাবে না কোনোভাবে।’ ক্রিস্তিয়ানো রোনালদোর কাঁধে ভর দিয়ে ইউরো ফাইনালে পৌঁছেছিল পর্তুগাল। কিন্তু ফাইনালে চোট পেয়ে বিরতির অনেক আগেই মাঠ ছাড়েন পর্তুগিজ অধিনায়ক। এরপর একটা দল হয়ে খেলেই প্রথমবার ইউরোর শিরোপা জিতেছিল পর্তুগিজরা। আর্জেন্টাইন কোচ বাউসার চাওয়া এমন দল হয়েই খেলুক আর্জেন্টিনা, ‘মেসি দলের সেরা খেলোয়াড়। সবারই জানা ওর পায়ে বল গেলে অসাধারণ কিছু হতে পারে। কিন্তু দলের অন্যদের সামর্থ্য আরো গভীরতা বাড়িয়েছে আর্জেন্টিনার। এটা কাজে লাগাতে হবে। সব কিছু মেসিকে কেন্দ্র করে যেন না হয় সেটা নিশ্চিত করতে চাই আমি। বিশ্বের সেরা খেলোয়াড় দলে থাকাটা প্রতিপক্ষ দলে একটা আতঙ্ক তৈরি করবে মাত্র, তবে জয় নিশ্চিত করতে পারে না।’ 

কোনো ম্যাচে ব্যর্থ হলে অনেকে সমালোচনার তীরে বিদ্ধ করেন মেসিকে। এই ‘আহম্মকদের’ কথা না শোনার পরামর্শই দিলেন বাউসা, ‘আর্জেন্টিনায় কিছু আহাম্মক আছে যারা বেশি কথা বলে আর সমালোচনা করে। মানুষের প্রত্যাশাটা মেসির ওপর বেশি থাকবেই। কিন্তু ওকে বলেছি সমালোচনা করা আহাম্মকদের কথা শুনলে পাগল হয়ে যাবে তুমি।’ ১ ও ৬ সেপ্টেম্বর বিশ্বকাপ বাছাই পর্বে উরুগুয়ে আর ভেনিজুয়েলার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। অবসর ভেঙে ফেরা মেসি খেলবেন দুটি ম্যাচেই। দায়িত্ব নেওয়ার পর সবার আগে মেসিকে ফেরাতে বার্সেলোনায় ছুটে গিয়েছিলেন বাউসা। ১৫ মিনিটের সেই কথোপকথনে দেশের হয়ে মেসির শিরোপা জেতার প্রবল ইচ্ছেটাই জানালেন তিনি, ‘আমি বুঝেছি দেশের হয়ে কিছু একটা জিততে মুখিয়ে আছে মেসি। কোপার ফাইনালে হারার হতাশাটা সেই ইচ্ছের নতুন জ্বালানি হয়ে কাজ করবে।’ লা ন্যাসিওন

No comments:

Post a Comment

Recent Posts Widget