আন্দ্রে রাসেলের অভাব পূরণ করতে ইংরেজ অলরাউন্ডার আন্দ্রে ওকসকে নেওয়া হলেও কেকেআর অধিনায়ক গৌতম গম্ভীর চান, কোনও একজন নয়,পুরো দলই ক্যারিবিয়ান অলরাউন্ডারের অভাব পূরণ করুক।
গত মরসুমে নাইটদের অন্যতম প্রধান ভরসা হয়ে ওঠা রাসেল এ বার আইপিএল থেকে ছিটকে গিয়েছেন আইসিসি-র নির্বাসনে। ডোপিং সংক্রান্ত নিয়ম না মানায় রাসেলকে এই শাস্তি ভোগ করতে হচ্ছে। যা কেকেআরের কাছে একটা বড় ধাক্কা। কিন্তু গম্ভীর এই ঘটনাকে ইতিবাচক দৃষ্টিভঙ্গিতেই দেখছেন। রবিবার সংবাদ সংস্থার প্রশ্নে তিনি এই ব্যাপারে বেশ দার্শনিক উত্তর দিলেন। ‘‘জীবনে এই ধরনের পরিস্থিতিকে দু’ভাবে দেখা যায়। হয় রাসেলের অনুপস্থিতিকে আমাদের একটা বড় চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে, না হলে ভাবতে হবে, আমাদের কাছে এটা একটা বড় সুযোগ। আমার কাছে, আমাদের দলের কাছে’’,বলেন গম্ভীর।
তাঁর এই উত্তরের ব্যাখ্যা দিয়ে গম্ভীর বলেন, ‘‘মণীশ পান্ডের ব্যাটিং ও অঙ্কিত রাজপুতের বোলিং রাসেলের অভাব পূরণ করতে পারে। শুধু ওকস কেন, গোটা দল রাসেলের অভাব পূরণ করতে পারে। কোনও অলরাউন্ডারকেই যে এই দায়িত্ব নিতে হবে, তার কোনও মানে নেই। অন্য কোনও জুটিও সেটা করতে পারে।’’ ইডেন উইকেটের বদলে যাওয়া চরিত্রের কথা মেনে নিয়েই গম্ভীর বলেন, ‘‘আগে এখানকার উইকেট স্পিনারদের সাহায্য করত। এখন ইডেনের উইকেটে ভাল গতি আর বাউন্স আছে। এই অবস্থায় আমাদের ব্যাটসম্যানদের সেরা ফর্মে থাকা চাই। এখানে বিপক্ষের পেসারদের সামলানো মোটেই সোজা হবে না। আমাদের সে জন্য তৈরি থাকতে হবে।’’
No comments:
Post a Comment