জেনে নিন বিপিএলে কে কোন দলে |

চূড়ান্ত হয়ে গেল বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফ্র্যাঞ্চাইজিগুলোর স্কোয়াড। শনিবার রাজধানীর হোটেল র‌্যাডিসনে প্লেয়ার্স বাই চয়েজ ‘প্লেয়ার্স ড্রাফট’ অনুষ্ঠিত হয়। সেখানে লটারির মাধ্যমে ক্রিকেটার বাছাই করে ফ্র্যাঞ্চাইজিগুলো। ক্রিকেটার বাছাই প্রক্রিয়ায় এবার প্রথমবারেরমত উপস্থিত ছিলেন বাংলাদেশের তারকা ক্রিকেটাররা।

এদিন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ঢাকা ডায়নামাইটসের হয়ে ফ্র্যাঞ্চাইজি কর্মকর্তাদের সঙ্গে উপস্থিত ছিলেন সাকিব আল হাসান। এছাড়া চিটাগং ভাইকিংসের হয়ে তামিম ইকবাল, খুলনা টাইটান্সের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ এবং বরিশাল বুলসের হয়ে উপস্থিত ছিলেন মুশফিকুর রহীম।

এদিন সন্ধ্যা পৌনে সাতটায় শুরু হয় বিপিএলের প্লেয়ার ড্রাফট। শুরুতে স্বাগত বক্তব্য দিয়ে অনুষ্ঠান শুরু করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড- বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। শুরুতেই নতুন দুই ফ্র্যাঞ্চাইজি খুলনা টাইটান্স ও রাজশাহী কিংসের মধ্যে ভাগ্য পরীক্ষায় খুলনার পরে খেলোয়াড় নেয়ার সুযোগ পায় রাজশাহী। প্রথমে খেলোয়াড় নেবার সুযোগ পেয়ে খুলনা মোশাররফ হোসেন রুবেল ও শফিউল ইসলামকে দলে ভেড়ায়। এরপর নুরুল হাসান সোহান এবং মেহেদী হাসান মিরাজকে নিশ্চিত করে নেয় রাজশাহী।

দেখে নেয়া যাক কেমন হলো বিপিএলের ফ্রাঞ্চাইজিগুলোর স্কোয়াড

তিনমাসের জন্য মাঠের বাইরে মেসি

কিছুদিন আগেই কুঁচকির চোটে খেলতে পারেননি আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ। বার্সেলোনায় ফিরেই লিওনেল মেসি খেলছিলেন স্বরুপে। দকে দই ম্যাচ পরেই আবার সেই ইনজুরি। পুরনো সেই কুঁচকির চোটই আর্জেন্টাইন ফরোয়ার্ডকে বাধ্য করেছে মাঠ ছাড়তে।

হোঁচট খেল বার্সা, জয়হীন রিয়ালও

ঘরের মাঠে হোঁচট খেল স্প্যানিশ চ্যাম্পিয়ন বার্সেলোনা। বুধবার অ্যাথলেটিকোর সঙ্গে ১-১ গোলে ড্র করেছে কাতালানরা। অন্যদিকে জয়ের দেখা পায়নি আরেক জায়ান্ট রিয়াল মাদ্রিদও।
 
এদিন ন্যু ক্যাম্পের ঢেউ উপচে পড়লো ফুটবলের সব অলিগলিতে। উত্তেজনা-রোমাঞ্চের যে আচের কথা বলা হচ্ছিল, তার সবই পাওয়া গেল বার্সেলোনা-অ্যাতলেটিকো মাদ্রিদের মৌসুমের প্রথম দ্বৈরথে। উত্তেজনার চাদরে মোড়ানো ম্যাচটি যে শেষ হয়েছে ১-১ গোলের ড্রয়ে।

রোনালদোকে পেছনে ফেলে সর্বোচ্চ হ্যাট্রিকের মালিক মেসি

রিয়াল মাদ্রিদের তারকা খেলোয়াড় ক্রিশ্চিয়ানো রোনালদোকে পেছনে ফেলে উয়েফা চ্যাম্পিয়ন্স ফুটবল লিগে সর্বোচ্চ হ্যাট্রিকের মালিক হয়ে গেলেন বার্সেলোনার লিওনেল মেসি। গতরাতে চ্যাম্পিয়ন্স লিগের 'সি' গ্রুপের ম্যাচে সেল্টিকের বিপক্ষে হ্যাটট্রিক করেন মেসি। টুর্নামেন্টে এটি মেসির ষষ্ঠ হ্যাটট্রিক। রোনালদো হ্যাট্রিক আছে পাঁচটি।
 
চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ হ্যাটট্রিক তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন তিনজন। জার্মানির মারিয়ো গোমেজ, ইতালির ফিলিপ্পে ইজাঘি ও ব্রাজিলের লুইজ আদ্রিয়ানো। বাসস।
 

বিরাট কোহলির নতুন লুক

আবারো নিজের হেয়ারস্টাইল পরিবর্তন করলেন ভারতীয় ব্যাটসম্যান বিরাট কোহলি। দেশের হয়ে ৫০০তম টেস্ট খেলতে নামার আগে নিজের হেয়ার স্টাইলে পরিবর্তন আনলেন তিনি।
 
নতুন চুলের ছাটের ছবি দিয়ে টুইটারে কোহলি বলেন, `অবশেষে মাথার সবদিকটা কভার হল। দারুণ পছন্দ হয়েছে। নিজের হেয়ারস্টাইলিস্ট জর্জকে ধন্যবাদও জানিয়েছেন কোহলি।’
 
তবে শুধু চুল নয় নিউজিল্যান্ডের বিপক্ষে নামার আগে নিজের ফিটনেস বাড়াতেও পরিশ্রম করছেন কোহলি।
 
ইত্তেফাক

অলরাউন্ডারকে বুঝতে অন্তত ৫০ টেস্ট পর্যবেক্ষণ দরকার : কপিল দেব

ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক কপিল দেবের মতে আন্তর্জাতিক ক্রিকেটে অলরাউন্ডারদের তুলনা তখনই করা যায়, যখন ক্যারিয়ারে কেউ কমপক্ষে ৫০টি টেস্ট খেলে। একটি-দুটি সিরিজ দেখেই একজন অলরাউন্ডার সম্পর্কে কোনো সিদ্ধান্তে আসা যায় না বলে মন্তব্য করেছেন ১৯৮৩ বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের এ অধিনায়ক।
 
কপিল বলেন, 'একজন সেরা অলরাউন্ডারের সঙ্গে তুলনা করার আগে একজন ক্রিকেটারের অন্তত ৫০ টেস্ট পর্যবেক্ষণ করা উচিত বলে আমি মনে করি। দুই অথবা তিনটি সিরিজ দেখার পরই তুলনা করাটা মোটেই সমীচীন নয়।'

ইংল্যান্ডের মতো নিরাপত্তা পাবে আফগানিস্তানও

রাজধানীর গুলশানে স্প্যানিশ রেস্তোরাঁ হলি আর্টিজান বেকারিতে হামলার ঘটনায় বাংলাদেশ সফরের নিরাপত্তা নিয়ে দ্বিধায় ছিল ইংল্যান্ড ক্রিকেট দল! অবশ্য এই শঙ্কা কেটে গেছে। বাংলাদেশ সফরে আসছে ইংল্যান্ড ক্রিকেট দল। সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস দেওয়া হয়েছে তাদের। তাই তারা এই সফরে আসছে।

শুধু ইংল্যান্ডকেই নয়, সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে আফগানিস্তান ক্রিকেট দলকেও। দেশের সাম্প্রতিক অবস্থার কথা বিবেচনা করে বিসিবি এই সিদ্ধান্ত নিয়েছে।

ক্রিকইনফোর সাময়িকীর প্রচ্ছদে বাংলাদেশ

প্রতিমাসেই ‘ক্রিকেট মান্থলি’ নামে একটি ক্রিকেট বিষয়ক ম্যাগাজিন বের করে ক্রিকেটের জনপ্রিয় ‍ওয়েবসাইট ইএসপিএন-ক্রিকইনফো। সেপ্টেম্বরে তাদের প্রচ্ছদে ঠাঁই পেয়েছে বাংলাদেশ ক্রিকেটের গল্প। ‘রেড সান রাইজিং’ নামের এই প্রচ্ছদটি লিখেছেন সিদ্ধার্ত মোঙ্গা ও মোহাম্মদ ইসাম।
 
লেখাটিতে উঠে আসে বাংলাদেশ ক্রিকেটের উত্থানের গল্প। বলা হয়, অসংখ্যা হারের বঞ্চনা ও আশার মরিচীকার পর এবার সত্যিই বদলে যাচ্ছে বাংলাদেশ, দেখছে নতুন শুরু।

Taskin, Sunny hopeful of positive outcome tests in Brisbane

Bangladesh bowlers Arafat Sunny and Taskin Ahmed expressed hope that their bowling actions would be cleared as they departed for Brisbane to undergo testing at the ICC-accredited Brisbane National Cricket Centre.
Both bowlers were suspended from bowling in international cricket during the World T20 earlier this year. The duo, who will be accompanied by Bangladesh head coach Chandika Hathurusingha, will have a couple of days to train ahead of their tests on September 8.
Taskin is set to appear for the biomechanics test at 10am, while Sunny will undergo his test at 2pm. The results of the tests will be made available within ten to twelve days, giving both bowlers the hope of appearing for Bangladesh in the upcoming series against Afghanistan and England.

Taskin and Sunny were both reported for suspect bowling actions during the World T20, and were suspended following a test at an ICC-accredited centre in Chennai.

শুভ জন্মদিন মুস্তাফিজুর রহমান

বাংলাদেশের পেস বোলিং সেনসেশন মুস্তাফিজুর রহমানের জন্মদিন মঙ্গলবার। কাটার মাস্টার খ্যাত এই তরুণ ২১ বছরে পা দিয়েছেন।
 
২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি ম্যাচ দিয়ে আন্তর্জাতিক আঙ্গিনায় আবির্ভাবের পরে গত এক বছরে নিজেকে ও বাংলাদেশকে নতুন করে চিনিয়েছেন। অভিষেক ওয়ানডে সিরিজে শক্তিশালী ভারতকে বলতে গেলে একাই হারিয়েছেন। টানা দুই ম্যাচে নিয়েছিলেন পাঁচ উইকেট। ওই সিরিজে নিয়েছেন ১৩ উইকেট। 

ব্রাজিলের নতুন অধিনায়ক দানি আলভেজ

ব্রাজিল দলের জন্য যোগ্য অধিনায়ক বাছাইয়ের প্রক্রিয়া হিসেবে দানি আলভেজকে অধিনায়ক ঘোষণা করা হল। দলটির কোচ তিতে জানান, স্কোয়াডে থাকা সবাইকে একবার করে অধিনায়কের দায়িত্বে দিয়ে দেখতে চান তিনি।
তিতের পরিকল্পনার অংশ হিসেবে ৩৩ বছর বয়সী জুভেন্টাসে খেলা এই ডিফেন্ডার বিশ্বকাপ বাছাই পর্বের খেলায় কলোম্বিয়ার বিপক্ষে ব্রাজিল দলের নেতৃত্বে থাকবেন।

Brazil vs Ecuador Football Match Schedule As per Bangladeshi Time

Brazil vs Ecuador Football Match Schedule As per Bangladeshi Time :


Brazil vs Ecuador Football Match Will Be Start 2nd September 2016 at 8.00 AM in Bangladesh Time. Alos if you want to watch live match …….. click Here

Argentina vs Uruguay Football Match Schedule As per Bangladeshi Time

Argentina vs Uruguay Football Match Schedule As per Bangladeshi Time :


Argentina vs Uruguay Football Match Will Be Start 2 nd September 2016 at 10.30 AM in Bangladesh Time. Alos if you want to watch live match …….. click Here
Recent Posts Widget