Showing posts with label Cricket. Show all posts
Showing posts with label Cricket. Show all posts

Pakistan vs West Indies Cricket Match Schedule & Live Streaming as per bangladesh time

Vivo IPL 2017 Schedule Time Table For IPL 10

IPL 2017 Schedule is yet to be announced by the governing council of the Indian premier League . As per the previous sessions of the IPL it might also schedule to start from April 2017 to May 2017 . This session of IPL will also know as the Vivo Ipl 2017 because Vivo Electronics got the title sponsorship to 2 year after Pepsi terminated the contract back in 2016 . Like last year former IPL champions Chennai Super Kings and Rajasthan Royal will not participate the the tournament till this year .

BPL T20 2016-2017 Schedule and Fixtures as per Bangladesh Time – BST | জেনে নিন বিপিএলের সময় সূচি

BPL T20 2016 time table announced by BCB, and already announced two new franchises name & All Player List where Rajshahi & Khulna took place. Bad luck of Sylhet division as they can’t participating in this tournament.

জেনে নিন বিপিএলে কে কোন দলে |

চূড়ান্ত হয়ে গেল বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফ্র্যাঞ্চাইজিগুলোর স্কোয়াড। শনিবার রাজধানীর হোটেল র‌্যাডিসনে প্লেয়ার্স বাই চয়েজ ‘প্লেয়ার্স ড্রাফট’ অনুষ্ঠিত হয়। সেখানে লটারির মাধ্যমে ক্রিকেটার বাছাই করে ফ্র্যাঞ্চাইজিগুলো। ক্রিকেটার বাছাই প্রক্রিয়ায় এবার প্রথমবারেরমত উপস্থিত ছিলেন বাংলাদেশের তারকা ক্রিকেটাররা।

এদিন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ঢাকা ডায়নামাইটসের হয়ে ফ্র্যাঞ্চাইজি কর্মকর্তাদের সঙ্গে উপস্থিত ছিলেন সাকিব আল হাসান। এছাড়া চিটাগং ভাইকিংসের হয়ে তামিম ইকবাল, খুলনা টাইটান্সের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ এবং বরিশাল বুলসের হয়ে উপস্থিত ছিলেন মুশফিকুর রহীম।

এদিন সন্ধ্যা পৌনে সাতটায় শুরু হয় বিপিএলের প্লেয়ার ড্রাফট। শুরুতে স্বাগত বক্তব্য দিয়ে অনুষ্ঠান শুরু করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড- বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। শুরুতেই নতুন দুই ফ্র্যাঞ্চাইজি খুলনা টাইটান্স ও রাজশাহী কিংসের মধ্যে ভাগ্য পরীক্ষায় খুলনার পরে খেলোয়াড় নেয়ার সুযোগ পায় রাজশাহী। প্রথমে খেলোয়াড় নেবার সুযোগ পেয়ে খুলনা মোশাররফ হোসেন রুবেল ও শফিউল ইসলামকে দলে ভেড়ায়। এরপর নুরুল হাসান সোহান এবং মেহেদী হাসান মিরাজকে নিশ্চিত করে নেয় রাজশাহী।

দেখে নেয়া যাক কেমন হলো বিপিএলের ফ্রাঞ্চাইজিগুলোর স্কোয়াড

বিরাট কোহলির নতুন লুক

আবারো নিজের হেয়ারস্টাইল পরিবর্তন করলেন ভারতীয় ব্যাটসম্যান বিরাট কোহলি। দেশের হয়ে ৫০০তম টেস্ট খেলতে নামার আগে নিজের হেয়ার স্টাইলে পরিবর্তন আনলেন তিনি।
 
নতুন চুলের ছাটের ছবি দিয়ে টুইটারে কোহলি বলেন, `অবশেষে মাথার সবদিকটা কভার হল। দারুণ পছন্দ হয়েছে। নিজের হেয়ারস্টাইলিস্ট জর্জকে ধন্যবাদও জানিয়েছেন কোহলি।’
 
তবে শুধু চুল নয় নিউজিল্যান্ডের বিপক্ষে নামার আগে নিজের ফিটনেস বাড়াতেও পরিশ্রম করছেন কোহলি।
 
ইত্তেফাক

অলরাউন্ডারকে বুঝতে অন্তত ৫০ টেস্ট পর্যবেক্ষণ দরকার : কপিল দেব

ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক কপিল দেবের মতে আন্তর্জাতিক ক্রিকেটে অলরাউন্ডারদের তুলনা তখনই করা যায়, যখন ক্যারিয়ারে কেউ কমপক্ষে ৫০টি টেস্ট খেলে। একটি-দুটি সিরিজ দেখেই একজন অলরাউন্ডার সম্পর্কে কোনো সিদ্ধান্তে আসা যায় না বলে মন্তব্য করেছেন ১৯৮৩ বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের এ অধিনায়ক।
 
কপিল বলেন, 'একজন সেরা অলরাউন্ডারের সঙ্গে তুলনা করার আগে একজন ক্রিকেটারের অন্তত ৫০ টেস্ট পর্যবেক্ষণ করা উচিত বলে আমি মনে করি। দুই অথবা তিনটি সিরিজ দেখার পরই তুলনা করাটা মোটেই সমীচীন নয়।'

ইংল্যান্ডের মতো নিরাপত্তা পাবে আফগানিস্তানও

রাজধানীর গুলশানে স্প্যানিশ রেস্তোরাঁ হলি আর্টিজান বেকারিতে হামলার ঘটনায় বাংলাদেশ সফরের নিরাপত্তা নিয়ে দ্বিধায় ছিল ইংল্যান্ড ক্রিকেট দল! অবশ্য এই শঙ্কা কেটে গেছে। বাংলাদেশ সফরে আসছে ইংল্যান্ড ক্রিকেট দল। সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস দেওয়া হয়েছে তাদের। তাই তারা এই সফরে আসছে।

শুধু ইংল্যান্ডকেই নয়, সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে আফগানিস্তান ক্রিকেট দলকেও। দেশের সাম্প্রতিক অবস্থার কথা বিবেচনা করে বিসিবি এই সিদ্ধান্ত নিয়েছে।

ক্রিকইনফোর সাময়িকীর প্রচ্ছদে বাংলাদেশ

প্রতিমাসেই ‘ক্রিকেট মান্থলি’ নামে একটি ক্রিকেট বিষয়ক ম্যাগাজিন বের করে ক্রিকেটের জনপ্রিয় ‍ওয়েবসাইট ইএসপিএন-ক্রিকইনফো। সেপ্টেম্বরে তাদের প্রচ্ছদে ঠাঁই পেয়েছে বাংলাদেশ ক্রিকেটের গল্প। ‘রেড সান রাইজিং’ নামের এই প্রচ্ছদটি লিখেছেন সিদ্ধার্ত মোঙ্গা ও মোহাম্মদ ইসাম।
 
লেখাটিতে উঠে আসে বাংলাদেশ ক্রিকেটের উত্থানের গল্প। বলা হয়, অসংখ্যা হারের বঞ্চনা ও আশার মরিচীকার পর এবার সত্যিই বদলে যাচ্ছে বাংলাদেশ, দেখছে নতুন শুরু।

Taskin, Sunny hopeful of positive outcome tests in Brisbane

Bangladesh bowlers Arafat Sunny and Taskin Ahmed expressed hope that their bowling actions would be cleared as they departed for Brisbane to undergo testing at the ICC-accredited Brisbane National Cricket Centre.
Both bowlers were suspended from bowling in international cricket during the World T20 earlier this year. The duo, who will be accompanied by Bangladesh head coach Chandika Hathurusingha, will have a couple of days to train ahead of their tests on September 8.
Taskin is set to appear for the biomechanics test at 10am, while Sunny will undergo his test at 2pm. The results of the tests will be made available within ten to twelve days, giving both bowlers the hope of appearing for Bangladesh in the upcoming series against Afghanistan and England.

Taskin and Sunny were both reported for suspect bowling actions during the World T20, and were suspended following a test at an ICC-accredited centre in Chennai.

শুভ জন্মদিন মুস্তাফিজুর রহমান

বাংলাদেশের পেস বোলিং সেনসেশন মুস্তাফিজুর রহমানের জন্মদিন মঙ্গলবার। কাটার মাস্টার খ্যাত এই তরুণ ২১ বছরে পা দিয়েছেন।
 
২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি ম্যাচ দিয়ে আন্তর্জাতিক আঙ্গিনায় আবির্ভাবের পরে গত এক বছরে নিজেকে ও বাংলাদেশকে নতুন করে চিনিয়েছেন। অভিষেক ওয়ানডে সিরিজে শক্তিশালী ভারতকে বলতে গেলে একাই হারিয়েছেন। টানা দুই ম্যাচে নিয়েছিলেন পাঁচ উইকেট। ওই সিরিজে নিয়েছেন ১৩ উইকেট। 

আগামী মার্চে শ্রীলংকা সফর করবে টাইগাররা

পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আগামী বছরের মার্চে শ্রীলংকা সফর যাবে বাংলাদেশ ক্রিকেট দল। রবিবার মিরপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবির) প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী।
শ্রীলংকা সফরের বিষয়ে বিসিবির সিইও বলেন, শ্রীলংকার সঙ্গে বাংলাদেশের এফটিপি কমিটমেন্ট অনুযায়ী আগামী বছরের মার্চে বাংলাদেশ দল এ সফর করবে। সফরে দুইটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুইটি টি-টোয়েন্টি ম্যাচ থাকবে বলেও তিনি জানান। 
এফটিপি সূচি অনুযায়ী, শ্রীলঙ্কা ক্রিকেট দল ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকা সফর শেষে দেশে ফিরবে। এরপর মে মাস পর্যন্ত এফটিপি সূচি অনুযায়ী তাদের কোনো সিরিজ নেই। তাই এই ফাঁকা সময়ে সিরিজ খেলতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আমন্ত্রণ জানায় শ্রীলংকায় ক্রিকেট বোর্ড।

ছক্কায় ক্যারিবিয়ানদের বিশ্ব রেকর্ড

ম্যাচের প্রথম বলে ওয়াইড, দ্বিতীয় বলে ডট, আর তারপর ছয়। এভাবেই শুরু হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ-ভারতের মধ্যকার চলতি টি-২০ সিরিজের প্রথম ম্যাচ। ক্রিজে থেকে সামির বলে প্রথম ছক্কাটি হাঁকিয়েছিলেন জনসন চার্লস। এরপর বাকিটা লেখা থাকল রেকর্ড বইয়ে। টি-২০ এক ইনিংসে সর্বোচ্চ ছক্কা মেরে রেকর্ড গড়ে নিল ক্যারিবিয়ানরা।
 
এর আগে টি-২০ ফরম্যাটে সর্বোচ্চ ১৯টি ছক্কার রেকর্ড ছিল নেদারল্যান্ডসের। ২০১৪ সালের বিশ্বকাপে সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে এই রেকর্ড গড়েছিল তারা। আর টি-২০ ফরম্যাটে বিশ্ব চ্যাম্পিয়নরা সেই রেকর্ডটি নিজেদের করে নিতে হাঁকিয়েছেন ২১টি ছক্কা!

ইংল্যান্ডের আগেই বাংলাদেশে আসছে আফগানিস্তান

সেপ্টেম্বরের ৩০ তারিখে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ঢাকায় আসবে ইংল্যান্ড ক্রিকেট দল। এটা সবারই এখন জানা। তবে ইংলিশদের আগেই বাংলাদেশে আসতে পারে আফগানিস্তান। 
  
বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবিসূত্রে এমন তথ্য জানা গেছে। 
  
সূত্র জানায়, ইংল্যান্ড সিরিজ নিয়ে যখন শংকা তৈরি হয়েছিল তখনই আফগান ক্রিকেট বোর্ডের সঙ্গে সিরিজের ব্যাপারে আলোচনা হয়। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগামী মাসের শেষ সপ্তাহে আফগান ক্রিকেট দল ঢাকায় আসতে পারে। 
  
এ ব্যাপারে বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান বলেন, সিরিজের বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। তবে আলোচনা চলছে। 
  
প্রসঙ্গত, আগামী ৭ অক্টোবর শুরু হবে বাংলাদেশ ও ইংল্যান্ডের মধ্যকার প্রথম ওয়ানডে। ৯ অক্টোবর দ্বিতীয় ওয়ানডে ম্যাচ। ম্যাচ দুটি মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে হবে। আর তৃতীয় ওয়ানডে ম্যাচটি হবে ১২ অক্টোবর চট্টগ্রামে। 
  
২০ থেকে ২৪ অক্টোবর চট্টগ্রামে প্রথম টেস্ট এবং ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর ঢাকায় দ্বিতীয় টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজ দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ: বিসিবি সভাপতি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, ‘ইংল্যান্ড-বাংলাদেশ সিরিজ দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ।’
 
শুক্রবার দুপুরে গুলশানে নিজ বাসভবনে তিনি এসব কথা বলেন।
 
হলি আর্টিজানের ঘটনায় দেশের ভাবমূর্তি ফিরিয়ে আনতে এই সিরিজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে জানিয়ে বিসিবি সভাপতি বলেন, ‘শুধু খেলোয়ার নয়, ইংল্যান্ড থেকে যারা খেলা সংশ্লিষ্ট বিষয়ে বাংলাদেশে আসবেন তাদের প্রত্যেককে নিরাপত্তা দেয়া হবে।’
 
তিনি জানান, যতটুকু নিরাপত্তার কথা বলা হচ্ছে তার চেয়েও বেশি নিরাপত্তা থাকবে।

Dilshan to retire after Australia series

Tillakaratne Dilshan, the Sri Lanka batsman, will retire from international cricket after the second Twenty20 International against Australia. Dilshan won't be available to play the final two One-Day International matches of the ongoing series since he has opted to quit 50-overs cricket on Sunday (August 28) after the third ODI.

নাসিরদের কাছে মাশরাফিদের হার

আসন্ন ইংল্যান্ড সিরিজকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় দলের অনুশীলন ক্যাম্প চলছে। অনুশীলনের অংশ হিসেবেই দুই দলে ভাগ হয়ে তিনটি প্রস্তুতি ম্যাচ খেলবে ঘোষিত ৩০ জনের স্কোয়াডে থাকা ক্রিকেটাররা। আজ প্রথম ম্যাচে মাশরাফির লাল দল ৩ উইকেটে হারিয়েছে নাসিরের সবুজ দলকে।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্বান্ত নেয় নাসিরের সবুজ দল। দলের পক্ষে মুশফিকুর রহিম অনবদ্য ৯০ রান করেন। এ ছাড়া নাসির ৪৭ রান করেন। তবে অন্যান্য ব্যাটসম্যানরা ব্যর্থ হয়েছেন। ফলে ৪৭ দশমিক ৪ ওভারে ১৯৪ রান করতে সমর্থ হয় সবুজ দল। লাল দলের পক্ষে তাসকিন ৪টি ও মাশরাফি ২টি উইকেট নেন।

জবাবে মাহমুদুল্লাহ রিয়াদের ৬২ ও মোসাদ্দেকের ৩৫ রানের ওপর ভর করে ৩২ বল হাতে রেখেই ম্যাচ জিতে নেয় লাল দল। সবুজ দলের শফিউল ও তাইজুল ৩টি করে উইকেট নেন।

স্কোর :
সবুজ দল : ১৯৪, ৪৭.৪ ওভার (মুশফিক ৯০*, নাসির ৪৭, তাসকিন ৪/১৮, মাশরাফি ২/১৪)।
লাল দল : ১৯৬/৭, ৪৪.৪ ওভার (রিয়াদ ৬২*, মোসাদ্দেক ৩৫, শফিউল ৩/১৮, তাইজুল ৩/৩৩)।

ফল : লাল দল ৩ উইকেটে জয়ী। 

সূত্র : বাসস

বাংলাদেশ ক্রিকেটে নেতিবাচক প্রভাবের শঙ্কা মুশফিকের


দ্বি-স্তর টেস্ট নীতিতে বাংলাদেশের ক্রিকেটে নেতিবাচক প্রভাব পড়বে মনে করছেন বাংলাদেশ টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম।

দ্বি-স্তরবিশিষ্ট টেস্ট নীতি বাস্তবায়ন হলে বাংলাদেশের ক্রিকেটের জন্য তা সুখকর হবে না। এমনটাই মন্তব্য করেছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। তবে, তিনি জানান, টেস্টে ব্যাট-বলের আলোকিত পারফরম্যান্সে এর জবাব দিতে চান আইসিসিকে। সেই সঙ্গে প্রায় ১২ বছরের ক্রিকেট অধ্যায়ে নামের পাশে স্বল্প টেস্ট থাকায় আক্ষেপ মুশফিকের। ক্রিকেট বিশ্বের খলনায়ক হিসেবে পরিচিত কেউ কেউ আইসিসি থেকে অপরাসিরত হলেও তাদের কু-বুদ্ধির চর্চা এখনো আছে। কারণ র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে প্রথম ও দ্বি-স্তরবিশিষ্ট টেস্ট নীতি আইসিসির আলোচনার টেবিলে বেশ এগিয়েছে। আর কয়েক দফা বৈঠকের পর তা বাস্তবায়নের অপেক্ষায়। ২০১৯ সালে থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে।

শেষ পর্যন্ত দ্বি-স্তর নীতি বাস্তবায়ন হলে, ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশের ক্রিকেট ক্ষতিগ্রস্ত হবে- বলছেন টাইগার টেস্ট অধিনায়ক। তবে, হৃদয় উজাড় করে পারফরম্যান্সেই তার জবাব দিতে চান মুশি। ২০০৫ সালে ক্রিকেটের তীর্থ ভূমি লর্ডসে স্বপ্নিল অভিষেক মুশফিকের। প্রায় ১২ বছরে যেখানে তিনি খেলছেন মাত্র ৪৮ টেস্ট। অথচ ২০০৯ অ্যাঞ্জলো ম্যাথুসের অভিষেকের পর খেলে ফেলেছেন ৬২ টেস্টে।

চাপের মুখে বিদায় বলছেন দিলশান?

মুত্তিয়া মুরালিধরন, কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনেদের অবসরের পরেই অবসান ঘটেছিল শ্রীলঙ্কান ক্রিকেটের স্বর্ণালি যুগের। শেষ বাতি হয়ে টিকে ছিলেন তিলকারত্নে দিলশান। এবার তিনিও চলে যাচ্ছেন সাবেকদের তালিকায়। তবে সাঙ্গাকারা, জয়াবর্ধনের মতো দিলশানের বিদায়ের মুহূর্তটা সুখকর হচ্ছে না। কিছুটা চাপের মুখেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিতে হচ্ছে অভিজ্ঞ এই ক্রিকেটারকে।

বাংলাদেশ সফর : ইংল্যান্ডের সিদ্ধান্ত হতে পারে কাল

ইংল্যান্ড ক্রিকেট দলের বাংলাদেশ সফর খেলোয়াড়দের ইচ্ছার ওপর ছেড়ে দিয়েছে ইসিবি। অধিনায়ক এউইন মরগান বলেন, চলতি সপ্তাহে বাংলাদেশ সফরের ক্ষেত্রে স্বাধীনতা পাবে ইংলিশ খেলোয়াড়রা। কেউ যদি বাংলাদেশ সফর করতে না চায় তবে সে স্কোয়াড থেকে নিজেকে প্রত্যাহার করতে পারবে।

ফকনারের হ্যাটট্রিকের উল্লাস

এক বছরেরও বেশি সময় পর হ্যাটট্রিকের সাক্ষী হলো ওয়ানডে ক্রিকেট। গত বছরের জুলাইয়ে মিরপুরে বাংলাদেশের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদা। ১৩ মাস পর আজ টানা তিন বলে উইকেট নেওয়ার কীর্তি গড়লেন অস্ট্রেলিয়ার জেমস ফকনার।
আজ কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হয়েছে শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়া। টস জিতে ব্যাটিংয়ে নামা শ্রীলঙ্কানদের সংগ্রহ ২৮৮ রান। সিরিজে সমতা ফেরাতে এই ম্যাচ জিততেই হবে স্বাগতিকদের।

ফকনারের কীর্তির সূচনা ৪৬তম ওভারের শেষ বলে। ৫৪ রান করা কুসাল পেরেরাকে এলবিডব্লুর ফাঁদে ফেলে প্রথম উইকেটের আনন্দে মেতে উঠেছেন এই বাঁহাতি পেসার। ৪৮তম অর্থাৎ নিজের পরের ওভারের প্রথম দুই বল তাঁকে এনে দিয়েছে হ্যাটট্রিকের উল্লাস। প্রথমে প্রতিপক্ষ অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউসকে (৫৭) লংঅফে মোইজেস হেনরিক্সের ক্যাচ বানিয়েছেন তিনি। পরের বলেই থিসারা পেরেরা বোল্ড! ৯ ওভারে ৪৫ রানের বিনিময়ে ফকনারের শিকার ওই তিনটিই। 

ষষ্ঠ অস্ট্রেলীয় বোলার হিসেবে ওয়ানডেতে হ্যাটট্রিক করলেন ফকনার। সব মিলিয়ে ওয়ানডেতে এটা ৪০তম হ্যাটট্রিক।
Recent Posts Widget