বাংলাদেশ ক্রিকেটে নেতিবাচক প্রভাবের শঙ্কা মুশফিকের


দ্বি-স্তর টেস্ট নীতিতে বাংলাদেশের ক্রিকেটে নেতিবাচক প্রভাব পড়বে মনে করছেন বাংলাদেশ টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম।

দ্বি-স্তরবিশিষ্ট টেস্ট নীতি বাস্তবায়ন হলে বাংলাদেশের ক্রিকেটের জন্য তা সুখকর হবে না। এমনটাই মন্তব্য করেছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। তবে, তিনি জানান, টেস্টে ব্যাট-বলের আলোকিত পারফরম্যান্সে এর জবাব দিতে চান আইসিসিকে। সেই সঙ্গে প্রায় ১২ বছরের ক্রিকেট অধ্যায়ে নামের পাশে স্বল্প টেস্ট থাকায় আক্ষেপ মুশফিকের। ক্রিকেট বিশ্বের খলনায়ক হিসেবে পরিচিত কেউ কেউ আইসিসি থেকে অপরাসিরত হলেও তাদের কু-বুদ্ধির চর্চা এখনো আছে। কারণ র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে প্রথম ও দ্বি-স্তরবিশিষ্ট টেস্ট নীতি আইসিসির আলোচনার টেবিলে বেশ এগিয়েছে। আর কয়েক দফা বৈঠকের পর তা বাস্তবায়নের অপেক্ষায়। ২০১৯ সালে থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে।

শেষ পর্যন্ত দ্বি-স্তর নীতি বাস্তবায়ন হলে, ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশের ক্রিকেট ক্ষতিগ্রস্ত হবে- বলছেন টাইগার টেস্ট অধিনায়ক। তবে, হৃদয় উজাড় করে পারফরম্যান্সেই তার জবাব দিতে চান মুশি। ২০০৫ সালে ক্রিকেটের তীর্থ ভূমি লর্ডসে স্বপ্নিল অভিষেক মুশফিকের। প্রায় ১২ বছরে যেখানে তিনি খেলছেন মাত্র ৪৮ টেস্ট। অথচ ২০০৯ অ্যাঞ্জলো ম্যাথুসের অভিষেকের পর খেলে ফেলেছেন ৬২ টেস্টে।

No comments:

Post a Comment

Recent Posts Widget