পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষেই বাংলাদেশ সফরের প্রস্তুতি শুরু করার কথা ইংল্যান্ডের। কিন্তু নিরাপত্তা-সংক্রান্ত জটিলতায় সেই সফর হবে কি না, তা নিয়ে চলছে অনিশ্চয়তা। আগামীকাল বৃহস্পতিবার ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসার কথা ইংল্যান্ডের নিরাপত্তা-সংক্রান্ত প্রতিনিধিদলের। তার পরেই হয়তো জানা যাবে ইংল্যান্ডের চূড়ান্ত সিদ্ধান্ত। তবে বাংলাদেশ সফরের ব্যাপারে ক্রিকেটারদের ব্যক্তিগত মতামতও গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন ইংল্যান্ডের ওয়ানডে দলের অধিনায়ক ওয়েন মরগান।
ইংল্যান্ডের তারকা পেসার জেমস অ্যান্ডারসন এর আগে একবার বলেছিলেন, বাংলাদেশ সফরের ব্যাপারে ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তই মেনে নেবেন ক্রিকেটাররা। তবে মরগান এখন বলছেন ভিন্ন কথা। ইংল্যান্ড ক্রিকেট বোর্ড শেষ পর্যন্ত বাংলাদেশ সফরের ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত নিলেও খেলোয়াড়দের ব্যক্তিগত সিদ্ধান্ত গ্রহণের সুযোগ থাকবে বলে মন্তব্য করেছেন ইংল্যান্ডের ওয়ানডে দলের অধিনায়ক, ‘এর আগেও খেলোয়াড়রা কোনো সফরে যাবেন কি না, সে ব্যাপারে ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়েছেন। কাজেই সফরের নিরাপত্তার ব্যাপারে সবাইকে আশ্বস্ত করতে হবে। এই সিদ্ধান্ত যত দ্রুত নেওয়া যায়, ততই ভালো। ব্যক্তিগত সিদ্ধান্ত নেওয়ার সুযোগ সব সময়ই থাকে। আমাদের এটাও বুঝতে হবে যে, অনেকেরই ভিন্ন রকম অগ্রাধিকারের ব্যাপার থাকতে পারে।’
২০০১ সালের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে টুইন টাওয়ারে হামলার পর ভারত সফরে যাওয়ার ব্যাপারে এ রকম ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়েছিলেন রবার্ট ক্রফট ও অ্যান্ড্রু ক্যাডিক। ইংল্যান্ড দল ভারত সফরে গেলেও সেখানে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন এ দুই ক্রিকেটার।
বাংলাদেশ সফরের ব্যাপারেও ইংলিশ ক্রিকেটাররা তেমন কিছু করবেন কি না, তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। সফরসূচি অনুযায়ী আগামী ৩০ সেপ্টেম্বর বাংলাদেশে পৌঁছানোর কথা মরগানদের।
বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখার জন্য সম্প্রতি তিন দিনের সফরে বাংলাদেশে এসেছিল ইংল্যান্ডের একটি প্রতিনিধিদল। ঢাকা ও চট্টগ্রামের দুটি ভেন্যু ও হোটেলের নিরাপত্তা পর্যবেক্ষণ শেষে সন্তুষ্টিই প্রকাশ করেছিলেন তাঁরা। আগামীকাল বৃহস্পতিবার এ বিষয়ে ক্রিকেটারদের সঙ্গে খোলামেলা আলোচনা করার কথা এই প্রতিনিধিদলের।
No comments:
Post a Comment