রিও
অলিম্পিকে বাঁচা মরার লড়াইয়ে মাঠে নামছে ফুটবল বিশ্বের দুই পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা।
কোয়ার্টার ফাইনালে ওঠার স্বপ্ন টিকিয়ে রাখতে জয়ের কোনো বিকল্প নেই দুই দলের সামনে।
তবে আর্জেন্টিনার চেয়ে স্বাগতিক ব্রাজিলের সমীকরণটা হয়ে গেছে আরো কঠিন।
বাংলাদেশ সময় আজ বুধবার রাত ১০টায় গ্রুপ পর্বের শেষ ম্যাচে হন্ডুরাসের
মুখোমুখি হবে আর্জেন্টিনা। আর আগামীকাল বৃহস্পতিবার সকাল ৭টায় ডেনমার্কের মুখোমুখি
হবে ব্রাজিল।
নিজেদের মাটিতে খেলা হলেও এখন পর্যন্ত দর্শকদের সন্তুষ্ট করতে
পারেনি ব্রাজিল। প্রতিপক্ষের জালে একবারও বল জড়াতে পারেননি নেইমাররা। গ্রুপ পর্বের
প্রথম ম্যাচে
দক্ষিণ আফ্রিকার সঙ্গে গোলশূন্য ড্র করেছিল ব্রাজিল। পরের ম্যাচে ব্রাজিলের
অবস্থা হয়েছে আরো খারাপ। অপেক্ষাকৃত অনেক দুর্বল দল ইরাকের সঙ্গেও গোলশূন্য ড্র করেছে
ব্রাজিল। দুই ম্যাচেই সমর্থকদের দুয়োধ্বনি শুনতে শুনতে মাঠ ছেড়েছিলেন ব্রাজিলের ফুটবলাররা।
‘এ’ গ্রুপে অন্য দলগুলোর অবস্থান প্রায় কাছাকাছি। এ কারণেই কোয়ার্টার
ফাইনালে ওঠার সমীকরণটা ব্রাজিলের জন্য কঠিন হয়ে পড়েছে। এ মুহূর্তে ৪ পয়েন্ট নিয়ে এগিয়ে
আছে ডেনমার্ক। ইরাকের সঙ্গে গোলশূন্য ড্র করলেও দক্ষিণ আফ্রিকাকে ১-০ গোলে হারিয়ে শীর্ষস্থান
দখল করেছিল তারা। অন্যদিকে ইরাক ও ব্রাজিলের অবস্থান একেবারে সমান। দুই দলই দুটি ম্যাচ
গোলশূন্য ড্র করে সংগ্রহ করেছে ২ পয়েন্ট। কোয়ার্টার ফাইনালে উঠতে হলে ব্রাজিলকে তাই
ডেনমার্কের বিপক্ষে শুধু জিতলেই হবে না, জিততে হবে বড় ব্যবধানে। একই সঙ্গে তাকিয়ে থাকতে
হবে একই সময়ে অনুষ্ঠিত হওয়া ইরাক ও দক্ষিণ আফ্রিকার ম্যাচের দিকে। ইরাক যদি দক্ষিণ
আফ্রিকাকে বড় ব্যবধানে হারিয়ে দেয় তাহলে ডেনমার্কের বিপক্ষে জিতেও ছিটকে যাওয়ার আশঙ্কা
আছে ব্রাজিলের। আর ইরাক যদি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হেরে যায় তাহলে ডেনমার্কের বিপক্ষে
জিতলেই ব্রাজিল পেরিয়ে যাবে গ্রুপ পর্বের বাধা।
জিততে হবে আর্জেন্টিনাকেও
ব্রাজিলের মতো টালমাটাল অবস্থা তাদের চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনারও।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে জয়ের বিকল্প নেই আর্জেন্টিনার সামনেও।
‘ডি’ গ্রুপ থেকে টানা দুইটি ম্যাচ জিতে সবার আগে কোয়ার্টার ফাইনালে
পা রেখেছে পর্তুগাল। অন্যদিকে দুটি ম্যাচ হেরে বিদায় নিশ্চিত হয়ে গেছে আলজেরিয়ার। এখন
লড়াইটা হচ্ছে আর্জেন্টিনা ও হন্ডুরাসের মধ্যে। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে একে
অপরের মুখোমুখি হবে এই দুই দল। এ লড়াইয়ে যে দল জিতবে সে-ই চলে যাবে কোয়ার্টার ফাইনালে।
আর ড্র হলে হন্ডুরাস পেয়ে যাবে শেষ আটের টিকিট। গোলগড়ের হিসাবে যে তারা আর্জেন্টিনার
চেয়ে এগিয়ে!
No comments:
Post a Comment