২০১৮ বিশ্বকাপকে সামনে রেখে ইতালির চার তারকা যুক্ত নতুন লোগো

রাশিয়ায় অনুষ্ঠেয় ২০১৮ বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টকে সামনে রেখে সোমবার চার তারকা যুক্ত নতুন লোগো উন্মোচন করেছে ইতালীয় ফুটবল ফেডারেশন (এফআইজিসি)। 
 
ব্রাজিল সর্বাধিক ৫টি বিশ্বকাপ শিরোপা জয় করলেও একটি কম শিরোপা নিয়ে পরের অবস্থানেই রয়েছে ইতালি। ১৯৩৪, ১৯৩৮, ১৯৮২ ও ২০০৬ সালে বিশ্বকাপের শিরোপা জয় করে আজ্জুরিরা। ফেডারেশনের সভাপতি কার্লো তাভেচ্ছিও বলেন,‘ আমাদের ইতিহাসকে সঙ্গী করে তিন বছর আগে শুরু হয়েছিল এফআইজিসি’র নতুন লোগো তৈরির কার্যক্রম। নতুন এই লোগোতে চার বারের বিশ্বকাপ শিরোপা জয়ের একটি দৃশ্যমান প্রমাণ উপস্থাপিত হবে। কারণ গোটা জাতিই এই গৌরবে গৌরবান্বিত।’

CHANNEL BD24: টি২০ দলে ফিরলেন গেইল

টি২০ দলে ফিরলেন গেইল


ভারতের
বিপক্ষে একমাত্র টোয়েন্টি২০ ম্যাচের জন্য ওয়েস্ট ইন্ডিজ দলে ফিরেছেন
অভিজ্ঞ ব্যাটসম্যান ক্রিস গেইল। আগামী ৯ জুলাই কিংস্টোনের সাবিনা পার্কে
ম্যাচটি অনুষ্ঠিত হবে।
 
জ্যামাইকান
এই তারকা ওপেনার সর্বশেষ ২০১৬ সালে এপ্রিলে জাতীয় দলের জার্সি গায়ে মাঠে
নেমেছিলেন। ম্যাচটিতে ইংল্যান্ডকে পরাজিত করে ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয়বারের
মত টি২০ বিশ্বকাপের শিরোপা জিতে। টি২০ ফর্মেটে ক্যারিবীয়দের হয়ে এখন
পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহক গেইল। চলতি বছরের এপ্রিলে বিশ্বের প্রথম
ব্যাটসম্যান হিসেবে তিনি টি২০ ক্রিকেটে দশ হাজার রানের কোটা পূর্ণ করেছেন।

CHANNEL BD24: জয়াবর্ধনের হৃদয়ে বাংলাদেশ

জয়াবর্ধনের হৃদয়ে বাংলাদেশ


আন্তর্জাতিক
ক্রিকেটের পাঠ চুকিয়েছেন বছর দুই আগে। শ্রীলঙ্কান ক্রিকেটের জীবন্ত
কিংবদন্তি মাহেলা জয়াবর্ধনের ক্যারিয়ারের সবচেয়ে মধুর সময়ের, গৌরবের উৎস
হয়ে আছে বাংলাদেশ। ২০১৪ সালে ঢাকায় আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে ছিলেন
শ্রীলঙ্কার হয়ে। প্রায় দুই যুগের বর্ণিল ক্যারিয়ারে এটাই মাহেলার একমাত্র
বৈশ্বিক টুর্নামেন্ট জয়ের ঘটনা।

CHANNEL BD24: এখনও ক্রিকেট উপভোগ করছি

এখনও ক্রিকেট উপভোগ করছি


লম্বা
ছুটি কাটিয়ে ঢাকায় ফিরেছেন জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক। ফেরার আগেই আরও
একবার অপ্রত্যাশিতভাবে তাকে নিয়ে আলোচনা হচ্ছে। বলা হচ্ছে, বিসিবি তার
বিকল্প খোঁজ করছে ২০১৯ বিশ্বকাপকে সামনে রেখে। এই বিষয়ে মন্তব্য করতে
চাইলেন না অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তারপরও নিজের অধিনায়কত্ব, ঈদের
ছুটি ও চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে বিস্তারিত কথা বললেন এই ফাস্ট বোলার।
অধিনায়কের একান্ত সাক্ষাৎকার নিয়েছেন দেবব্রত মুখোপাধ্যায়

চ্যাম্পিয়ন্স ট্রফি : প্রোটিয়া দলে নতুন মুখ মহারাজ, সুযোগ পাননি স্টেইন

ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য আসন্ন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ১৫ সদস্যের দলে ডাক পেয়েছেন নতুন মুখ কেশব মহারাজ। প্রথমবারের মত ওয়ানডে দলে ডাক পেলেন এ লেগ-স্পিনার। তবে ইনজুরির কারণে সুযোগ পাননি দলের সেরা পেস তারকা ডেল স্টেইন।
 
চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজও খেলবে ঘোষিত দক্ষিণ আফ্রিকার এই দলটি।

আর্জেন্টিনায় স্টেডিয়ামে সমর্থককে ছুড়ে ফেলে হত্যা‍!

মানুষের জীবন কতই না তুচ্ছ হয়ে যাচ্ছে। কত তুচ্ছ কারণেই না মানুষ মানুষকে হত্যা করতে পারে যা শুনলে গা শিউরে ওঠে। ঘটনার শুরু হয়েছিল স্রেফ খেলা নিয়ে ঝগড়ার মাধ্যমে; কিন্তু সেটার পরিণতি হয় ভয়ানক।
 
শনিবার আর্জেন্টিনার ঘরোয়া প্রিমিয়ার ডিভিশন লিগের ডার্বি ম্যাচটি দেখতে স্টেডিয়ামে প্রচুর দর্শক ভিড় করেছিল। তার মধ্যে ছিলেন ২২ বছর বয়সী ইমানুয়েল বালাবো। 

রোনালদোর খেলা দেখে হতভম্ব পিকে, রামোসের পাল্টা জবাব

রিয়াল মাদ্রিদ-বায়ার্ন মিউনিখ ম্যাচে রেফারির কয়েকটি ভুল সিদ্ধান্ত পিকে-রামোস সার্কাসের আরেকটি অধ্যায় দেখার সুযোগ করে দিয়েছে ফুটবল ভক্তদের। গতকাল রাতের ম্যাচে তিনটি ভুল সিদ্ধান্ত দিয়েছেন রেফারি। এর মধ্যে দুটি ছিল বায়ার্নের বিপক্ষে দেওয়া দুটি গোলের সিদ্ধান্ত। টিভি রিপ্লেতে দেখা গেছে দুটি গোলের সময়ই অফসাইড পজিশনে ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। যেটা দেখে বাকরুদ্ধ হয়ে গেছেন রিয়ালের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার ডিফেন্ডার ও মেসির ভক্ত জেরার্ড পিকে। অবশ্য এরপরই রিয়াল অধিনায়ক সার্জিও রামোস এর পাল্টা জবাব দিয়েছেন।

প্রথম খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়নস লীগে শততম গোলের রেকর্ড রোনাল্ডোর

বায়ার্ন মিউনিখের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে হ্যাট্রিক করে প্রথম খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়নস লীগে শততম গোলের রেকর্ড গড়েছেন রিয়াল মাদ্রিদের পর্তুগীজ তারকা ক্রিস্টিয়ানো রোনাল্ডো।

প্রথম ব্যাটসম্যান হিসেবে টি-২০ ক্রিকেটে গেইলের ১০ হাজার রান


টি-২০ ক্রিকেটের ফেরিওয়ালা বলা হয় তাকে বিশ্বের বিভিন্ন প্রান্তের টি-২০ টুর্নামেন্টে তার সরব উপস্থিতি জানানদেয় তার জনপ্রিয়তা তাকে ছাড়া যেন টি-২০ ক্রিকেটের কথা কল্পনাও করা যায় না কথা বলছিলামক্যারিবিয়ানের দানবীয় ব্যাটসম্যান ক্রিস গেইলের কথা মঙ্গলবার গেইল টি-২০ ক্রিকেটে একটি বিশালমাইলফলক স্পর্শ করেছেন

আলভেসকে আবারো বার্সেলোনায় দেখতে চান জাভি

ব্রাজিলের রাইট ব্যাক দানি আলভেসকে আবারো স্প্যানিশ ফুটবল ক্লাব বার্সেলোনায় দেখতে চান তারই একসময়ের সতীর্থ স্পেনের মিডফিল্ডার জাভি হার্নান্দেজ। তিনি বলেন, ‘অবশ্যই আমি চাই, আলভেস বার্সেলোনায় ফিরে আসুক। কারণ, সে বর্তমানে বিশ্বের অন্যতম সেরা রাইট-ব্যাক। তার মতো খেলোয়াড় বার্সেলোনায় প্রয়োজন।’

CHANNEL BD24: ৩০ সেপ্টেম্বরের র‌্যাংকিংয়ের ভিত্তিতে চূড়ান্ত হবে ...

চলতি বছর ৩০ সেপ্টেম্বরের র‌্যাংকিংয়ের ভিত্তিতে চূড়ান্ত হবে ২০১৯ সালের ইংল্যান্ড বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ করতে যাওয়া দলগুলোর তালিকা। বড় কোন অঘটন না ঘটলে চ্যাম্পিয়ন্স ট্রফির মত ওই আসরেও সরাসরি অংশগ্রহণের যথেষ্ট সম্ভাবনা রয়েছে বর্তমানে র‌্যাংকিংয়ের সাত নম্বরে থাকা বাংলাদেশ দলের।

IPL 2017 Points Table,

IPL 2017 Points Table

আইপিএলে খেলে ক্রিকেটাররা কত টাকা পান

বাহারি শটের মেলা চোখ ধাঁধানো ফিল্ডিং অতিনাটকীয় সেলিব্রেশন দর্শকদের তুমুল উৎসাহ আইপিএলে কীনেইসঙ্গে যোগ করুন অখ্যাত ক্রিকেটারদের রাতারাতি কোটিপতি হয়ে যাওয়ার অবিশ্বাস্য সব কাহিনী এবারের

Real Madrid vs Barcelona Fixture & Schedule 2017 as Per BD Time

Both Real Madrid and Barcelona played each other next match on 24 April 2017 As Per Bangladesh Time 12.45 AM which will be schedule to play at Santiago Bernabeu. Starting time of this match are announced as this Madrid vs Barcelona kick off from the 20-45 CET Time, 2-45 PM EST Time and all the Football Fans watch the this El Clasico 2017 contest live on Sky sports because for the United kingdom sky sports is the official broadcaster of this Real Madrid vs Barcelona 2017 Match. United States Viewers can watch this High Voltage soccer game of Real Madrid vs Barcelona live coverage on 23 April 2017 by visiting the beIN sports tv channels.

Barcelona vs Juventus | UEFA Quarter Final Time, Live Telecast in Bangladesh, TV channels

Football viewers of Bangladesh and their subcontinent countries like Afghanistan, UAE, India, Bhutan, Nepal, Maldives can watch this Round of Quarter Final Match of UEFA Champions League between Barcelona vs Juventus live telecast on Ten sports live, Ten 2 from the 12.45 AM BST time of 12 April 2017. So This Ten Sports, Ten 2 will be official broadcaster of these UCL 2017 Match of Barcelona vs Juventus. Online users can go through to official website of ten sports and CHANNEL BD24 and enjoy the live coverage of this game.

BANGLADESH vs SRILANKA MATCH LIVE STREAMING

বাংলাদেশ-শ্রীলঙ্কা টি-টোয়েন্টি ৫ বারের দেখায় বাংলা...

লঙ্কানদের বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজ সমতায় শেষ করার পর এবার টাইগারদের মিশন টি-টোয়েন্টি সিরিজ। ক্রিকেটের সবচেয়ে সংক্ষিপ্ত এ ফরম্যাটে এখন পর্যন্ত শ্রীলঙ্কার সাথে ৫ বারের মুখোমুখি দেখায় মাত্র ১ জয় বাংলাদেশের।
Read More>>>

ঋণের টাকায় টাইগারদের সমর্থনে শ্রীলঙ্কায় বৃদ্ধ মুক্...

বাংলাদেশবাংলাদেশ চিৎকারে মুখরিত প্রেমাদাসা স্টেডিয়াম। হঠাৎ গ্যালারিতে দেখা গেলো বৃদ্ধ এক বাঙালিকে। হাজার মাইল পাড়ি দিয়ে ঋণের বোঝা মাথায় নিয়ে তিনি এসেছেন শ্রীলঙ্কায়। অকুণ্ঠ সমর্থন দিয়ে যাচ্ছেন বাংলাদেশ ক্রিকেট দলকে। দর্শকবলা হচ্ছে বীর মুক্তিযোদ্ধা নূর বক্সের কথা। টাইগার ক্রিকেটের প্রতি অগাধ ভালোবাসায় তিনি চষে বেড়াচ্ছেন পুরো শ্রীলঙ্কা।
এই দু'হাতে ১৯৭১ সালে প্রিয় মাতৃভূমি স্বাধীন করতে ৯ নম্বর সেক্টরের হয়ে অস্ত্র তুলে নিয়েছিলেন। স্বাধীনতার ৪৬ বছর পেরিয়ে তার একহাতে বাংলার ঐতিহ্যের একতারা অন্য হাতে প্রিয় লাল সবুজের পতাকা। দেশের প্রতি অসীম ভালোবাসা খুঁজে নেন তিনি ক্রিকেটে। পতাকা আর হাতে নিয়ে গুনগুন করে নুর বক্সের গান তামিমসাকিবমাশরাফিরাও শুনেছেন। টিম ম্যানেজার খালেদ মাহমুদ সুজন,ক্রিকেটার মোস্তাফিজসৌম্যদের ভালোবাসাও পেলেন। ক্রিকেটারদের এতো কাছে পেয়ে দারুণ রোমাঞ্চ ছুঁয়ে গেছে এই বীর মুক্তিযোদ্ধাকে।

CHANNEL BD24: পাকিস্তানে দল পাঠাচ্ছে বিসিবি!

২০০৮ সালের পর পাকিস্তানের মাটিতে গিয়ে কোনো সিরিজ খেলেনি বাংলাদেশ গত কয়েকদিন ধরে আলোচনাশোনা যাচ্ছেজুনে চ্যাম্পিয়নস ট্রফির পর পাকিস্তানে গিয়ে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে বিসিবিকে প্রস্তাব দেয়পিসিবি বিসিবি নাকি এই প্রস্তাব নাকোচও করে দিয়েছে
এখন শোনা যাচ্ছে অন্য খবরজাতীয় দলকে না পাঠালেও বিকল্প কিছু ভাবছে বিসিবি পাকিস্তানে সফরে যাচ্ছেবিসিবির হাই পারফরম্যান্স দল পিসিবি সভাপতি শাহরিয়ার খান  কথা বলেছেন

CHANNEL BD24: ইনজুরির কারন এ শুরুর আগেই বিবর্ণ আইপিএল

আইপিএল শুরু হতে সপ্তাহ খানেকও বাকি নেই তবে এরই মধ্যে শীর্ষ তারকাদের হারিয়ে বসেছে টুর্নামেন্টটিমুস্তাফিজুর রহমানরবিচন্দ্রন অশ্বিনলোকেশ রাহুলকুইন্টন ডি ককআন্দ্রে রাসেলট্রেন্ট বোল্টের মতোতারকারা ছিটকে পড়েছেন বিরাট কোহলিড্যারেন ব্রাভোদের মতো ব্যাটসম্যানরা ভুগছেন ইনজুরিতে খেলবেনকি না তা এখনো নিশ্চিত নয় এর আগে মিচেল স্টার্কমিচেল মার্শ  জেপি ডুমিনিও ছিটকে পড়েছেন এবারেরআসর থেকে এর আগে টানা ক্রিকেটের মধ্যে থাকায় আইপিএলের প্রথম দু-তিন সপ্তাহ বিশ্রামে থাকবেন উমেশযাদব  রবীন্দ্র জাদেজা

CHANNEL BD24: দশম আইপিএলে আট দলের হয়ে কারা হতে পারেন গেমচেঞ্জার

এ বি ডি অব ক্রিকেট: ক্রিকেটে এমন অলরাউন্ড ব্যাটসম্যান আর দেখা যায়নি। যেমন টেস্ট ক্রিকেটে জেতাতে পারেন তেমন ড্রয়ের খেলা খেলতে পারেন। তেমনই বিধ্বংসী হতে পারেন ওয়ান ডে বা টি-টোয়েন্টিতে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে গত বার বিরাট কোহালির দুরন্ত মরসুমের মধ্যেও উজ্জ্বল ছিলেন এ বি। ১৬ ম্যাচে করেছিলেন ৬৮৭ রান। স্ট্রাইক রেট ছিল ১৬৮.৭৯। ব্যাট হাতে তিনি খেলার মোড় ঘুরিয়ে দিতে পারেন যে কোনও সময়। রকমারি সব স্ট্রোক আছে।  সুইপরিভার্স সুইপের সঙ্গে ধ্রুপদী শটও মারতে পারেন।
ম্যাড ম্যাক্স: সদ্য সমাপ্ত ভারত-অস্ট্রেলিয়া উত্তপ্ত সিরিজে তিনি শিরোনামে ছিলেন। শুধু সেঞ্চুরি করার জন্য নয়কোহালির কাঁধের চোটকে টিপ্পনি কেটেও। তবে কে অস্বীকার করতে পারবেন টি-টোয়েন্টিতে গ্লেন ম্যাক্সওয়েলের প্রভাব! স্ট্রাইক রেট ১৫৬। একটা সেঞ্চুরিও আছে। প্রীতি জিন্টার কিংগস ইলেভেন পঞ্জাব গত বার খুবই খারাপ ফল করেছিল। ম্যাক্সওয়েলও ব্যর্থ হয়েছিলেন। এ বার অধিনায়ক হিসেবে দলের হাল ফেরানোর চ্যালেঞ্জ থাকছে।

CHANNEL BD24: রাসেলের অভাব সহজে মেটানো যাবে না: গম্ভীর



আন্দ্রে রাসেলের অভাব পূরণ করতে ইংরেজ অলরাউন্ডার আন্দ্রে ওকসকে নেওয়া হলেও কেকেআর অধিনায়ক গৌতম গম্ভীর চানকোনও একজন নয়,পুরো দলই ক্যারিবিয়ান অলরাউন্ডারের অভাব পূরণ করুক।
 গত মরসুমে নাইটদের অন্যতম প্রধান ভরসা হয়ে ওঠা রাসেল এ বার আইপিএল থেকে ছিটকে গিয়েছেন আইসিসি-র নির্বাসনে। ডোপিং সংক্রান্ত নিয়ম না মানায় রাসেলকে এই শাস্তি ভোগ করতে হচ্ছে। যা কেকেআরের কাছে একটা বড় ধাক্কা। কিন্তু গম্ভীর এই ঘটনাকে ইতিবাচক দৃষ্টিভঙ্গিতেই দেখছেন। রবিবার সংবাদ সংস্থার প্রশ্নে তিনি এই ব্যাপারে বেশ দার্শনিক উত্তর দিলেন। ‘‘জীবনে এই ধরনের পরিস্থিতিকে দুভাবে দেখা যায়। হয় রাসেলের অনুপস্থিতিকে আমাদের একটা বড় চ্যালেঞ্জ হিসেবে নিতে হবেনা হলে ভাবতে হবেআমাদের কাছে এটা একটা বড় সুযোগ। আমার কাছেআমাদের দলের কাছে’’,বলেন  গম্ভীর।
তাঁর এই উত্তরের ব্যাখ্যা দিয়ে গম্ভীর বলেন, ‘‘মণীশ পান্ডের ব্যাটিং ও অঙ্কিত রাজপুতের বোলিং রাসেলের অভাব পূরণ করতে পারে। শুধু ওকস কেনগোটা দল রাসেলের অভাব পূরণ করতে পারে। কোনও অলরাউন্ডারকেই যে এই দায়িত্ব নিতে হবেতার কোনও মানে নেই। অন্য কোনও জুটিও সেটা করতে পারে।’’ ইডেন উইকেটের বদলে যাওয়া চরিত্রের কথা মেনে নিয়েই গম্ভীর বলেন, ‘‘আগে এখানকার উইকেট স্পিনারদের সাহায্য করত। এখন ইডেনের উইকেটে ভাল গতি আর বাউন্স আছে। এই অবস্থায় আমাদের ব্যাটসম্যানদের সেরা ফর্মে থাকা চাই। এখানে বিপক্ষের পেসারদের সামলানো মোটেই সোজা হবে না। আমাদের সে জন্য তৈরি থাকতে হবে।’’

Pakistan vs West Indies Cricket Match Schedule & Live Streaming as per bangladesh time

সিরিজের স্বপ্নে আবার কলম্বোতে বাংলাদেশ দল

শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচ খেলতে কলোম্বো পৌঁছে গেছে বাংলাদেশ ক্রিকেট দল। ডাম্বুলাতে দ্বিতীয় ওয়ানডে ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ায় তৃতীয় ম্যাচটি তাই অঘোষিত ‘ফাইনাল’ এ পরিণত হয়েছে। সিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে এই ম্যাচ আগামি ১ এপ্রিল সকাল ১০ টায় ম্যাচটি শুরু হবে।

এক বছর নিষিদ্ধ ইরফান ও দশ লাখ রূপি জরিমানা

ক্রিকেটার শারজিল খান, খালিদ লতিফের পর এবার কপাল পুড়লো পাকিস্তানি পেসার মোহাম্মদ ইরফানের। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দ্বিতীয় আসরে স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন বাঁহাতি এই পেসার।
 
বুধবার এক বিবৃতিতে ইরফানকে এক বছরের জন্য নিষিদ্ধ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এর আগে অবশ্য ইরফানকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছিলো পিসিবি। নিষেধাজ্ঞার ছাড়াও ইরফানকে পড়তে হয়েছে জরিমানার মুখেও। একই সাথে তাকে দশ লক্ষ রূপি জরিমানাও করেছে দেশটির ক্রিকেট বোর্ড।

কোহলিকে অস্ট্রেলিয়ানদের ক্ষমা করার পরামর্শ গাঙ্গুল...

নিজেদের মাঠে সদ্য শেষ হওয়া টেস্ট সিরিজে স্লেজিংয়ের জন্য অস্ট্রেলিয়ার খেলোয়াড়দের ক্ষমা করতে এবং মাঠের সকল তর্ক-বির্তক ভুলে যেতে ভারত অধিনায়ক বিরাট কোহলিকে ভুলে যাওয়ার পরামর্শ দিয়েছেন দেশটির সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। ভারত-অস্ট্রেলিয়া চার ম্যাচের টেস্ট সিরিজ শেষে কোহলির উদ্দেশ্যে এমন মন্তব্য করেছেন প্রিন্স অব কোলকাতা।

ছয় বছর পর ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষে ফিরবে ব্রাজিল

দীর্ঘ ছয় বছর ফুটবল পরাশক্তি ব্রাজিল আবারো ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষস্থানে ফিরে আসবে । আগামি ৬ এপ্রিল এই তালিকা প্রকাশ করা হবে।  
 
ব্রাজিলের কোচ টিটে দায়িত্ব নেয়ার পর দলটি টানা নয় ম্যাচ জিতে নিয়েছে, যারমধ্যে ২৫ গোল করলেও ২ টি গোল হজম করেছে সেলেকাওরা। গত সপ্তাহে উরুগুয়ের বিপক্ষেও ৪-১ গোলের জয় ও মঙ্গলবার প্যারাগুয়ের বিপক্ষে ৩-০ গোলে জয়ের দরুণ আগামি বছর রাশিয়ায় অনুষ্ঠিত বিশ্বকাপে প্রথম দল হিসেবে অংশগ্রহণ নিশ্চিত করেছে। 
Recent Posts Widget