রাকিটিচের গোলে বিলবাওয়ের মাঠে বার্সার জয়

গোল মিসের মহড়ার দিন ইভান রাকিটিচের একমাত্র গোলে জয় পেল বার্সেলোনা। অ্যাথলেটিকো বিলবাওয়ের মাঠে হওয়া লা লিগায় নিজেদের দ্বিতীয় ম্যাচে পূর্ণ তিন পয়েন্ট নিতে সক্ষম হল লুইস এনরিকের শিষ্যরা।
 
রবিবার বিলবাওয়ের মাঠ সান মামেসে শুরুতেই গোল খেতে বসেছিল বার্সেলোনা। ডি বক্সের বাঁ-দিক থেকে সতীর্থের ব্যাকপাস ধরে আলতো করে সামনে বাড়িয়েছিলেন মার্ক-আন্দ্রে টের স্টেগান। ছুটে এসে সেই বল ধরে শট নেন স্প্যানিশ মিডফিল্ডার বেনাত; তবে সেটা জার্মান গোলরক্ষকের মুখে লেগে ফিরলে বেঁচে যায় অতিথিরা। পরের ১০ মিনিটে আরো দুটি ভালো আক্রমণ করলেও নিশ্চিত সুযোগ তৈরি করতে পারেনি স্বাগতিকরা।

আগামী মার্চে শ্রীলংকা সফর করবে টাইগাররা

পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আগামী বছরের মার্চে শ্রীলংকা সফর যাবে বাংলাদেশ ক্রিকেট দল। রবিবার মিরপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবির) প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী।
শ্রীলংকা সফরের বিষয়ে বিসিবির সিইও বলেন, শ্রীলংকার সঙ্গে বাংলাদেশের এফটিপি কমিটমেন্ট অনুযায়ী আগামী বছরের মার্চে বাংলাদেশ দল এ সফর করবে। সফরে দুইটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুইটি টি-টোয়েন্টি ম্যাচ থাকবে বলেও তিনি জানান। 
এফটিপি সূচি অনুযায়ী, শ্রীলঙ্কা ক্রিকেট দল ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকা সফর শেষে দেশে ফিরবে। এরপর মে মাস পর্যন্ত এফটিপি সূচি অনুযায়ী তাদের কোনো সিরিজ নেই। তাই এই ফাঁকা সময়ে সিরিজ খেলতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আমন্ত্রণ জানায় শ্রীলংকায় ক্রিকেট বোর্ড।

ইরানকে বড় ব্যবধানে হারিয়ে উড়ন্ত শুরু বাংলাদেশের

ইরানকে ৩-০ গোলের বড় ব্যবধানে হারিয়ে এফসি অনূর্ধ্ব-১৬ বাছাই পর্বে নিজেদের প্রথম ম্যাচে উড়ন্ত সূচনা করেছে বাংলাদেশ। মার্জিয়া, জাহান মৌসুমি ও তাহুরার গোলে জয় নিশ্চিত করে বাংলাদেশ।
 
ম্যাচে শুরু থেকে নিজেদের কাছে খেলার নিয়ন্ত্রণ রাখলেও গোল পেতে বেশ সময় নেয় বাংলাদেশের মেয়েরা। প্রথম গোলটি আসে মার্জিয়ার কাছ থেকে। ম্যাচে দ্বিতীয়ার্ধে ৬৩ মিনিটে গোল করে বাংলাদেশের এই খেলোয়াড়। এরপর অবশ্য আর ফিরে তাকাতে হয়নি বাংলাদেশকে। শুরু থেকে নিজেদের রক্ষণভাগ আগলে ধরে আক্রমণের চেষ্টা করা ইরানের মেয়েদের রক্ষণভাগতে দুমড়ে-মুচড়ে ৩ মিনিট পরেই দ্বিতীয় গোলটি করেন মৌসুমি। পরপর দুই গোল হজম করার পর আবারো রক্ষণভাগকে শক্ত করে ঘুরে দাঁড়াবার চেষ্টা করে ইরান। কিন্তু ম্যাচে ৮৬ মিনিটে শেষ পেরেকটি ঠুকে দেয় তাহুরা। তার গোলে ৩-০ গোলে এগিয়ে থেকে ম্যাচ শেষ করে বাংলাদেশের মেয়েরা।

ছক্কায় ক্যারিবিয়ানদের বিশ্ব রেকর্ড

ম্যাচের প্রথম বলে ওয়াইড, দ্বিতীয় বলে ডট, আর তারপর ছয়। এভাবেই শুরু হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ-ভারতের মধ্যকার চলতি টি-২০ সিরিজের প্রথম ম্যাচ। ক্রিজে থেকে সামির বলে প্রথম ছক্কাটি হাঁকিয়েছিলেন জনসন চার্লস। এরপর বাকিটা লেখা থাকল রেকর্ড বইয়ে। টি-২০ এক ইনিংসে সর্বোচ্চ ছক্কা মেরে রেকর্ড গড়ে নিল ক্যারিবিয়ানরা।
 
এর আগে টি-২০ ফরম্যাটে সর্বোচ্চ ১৯টি ছক্কার রেকর্ড ছিল নেদারল্যান্ডসের। ২০১৪ সালের বিশ্বকাপে সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে এই রেকর্ড গড়েছিল তারা। আর টি-২০ ফরম্যাটে বিশ্ব চ্যাম্পিয়নরা সেই রেকর্ডটি নিজেদের করে নিতে হাঁকিয়েছেন ২১টি ছক্কা!

কন্তের অধীনে ইপিএলে চেলসির টানা তৃতীয় জয়

অ্যান্তোনিও কান্তের অধীনে থেকে দুর্দান্তভাবে মৌসুম শুরু করেছে চেলসি। প্রিমিয়ার লিগে টানা তৃতীয় জয় ধরে রেখেছে তারা। প্রিমিয়ার লিগে নবাগত বার্নলির বিপক্ষে ৩-০ গোলে জিতেছে ২০১৪-১৫ মৌসুমের চ্যাম্পিয়নরা। চেলসির পক্ষে গোল করেছেন হ্যাজার্ড, উইলিয়ান ও মোজেজ।

অবশেষে ইপিএলে জয় পেল লেস্টার সিটি

এবারের প্রিমিয়ার লিগে খুব একটা ভাল শুরু হয়নি গত মৌসুমের চ্যাম্পিয়ন লেস্টার সিটির। প্রথম ম্যাচে হালসিটির কাছে ২-১ ব্যবধানে হারার পর দ্বিতীয় ম্যাচে আর্সেনালের সঙ্গে গোলশূন্য ড্র করে তারা। অবশেষে তৃতীয় ম্যাচে সোয়ানসে সিটির বিপক্ষে জয় পেল তারা।
 
জুলাই মাসে সেল্টিকের বিপক্ষে জয় পাওয়ার পর শেষ ৫ ম্যাচ পরে জয় পেল ফরমার ইপিএল চ্যাম্পিয়নরা। তবে আশার বিষয় হল, দলটি আবারো নিচের ছন্দ ফিরে পেতে শুরু করেছে। সোয়ানসে সিটির বিপক্ষে শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলে এগিয়ে ছিল তারা। শনিবার ম্যাচের ৩২তম মিনিটে দারুণ এক প্রতি-আক্রমণে গোল করে লেস্টার। দলকে এগিয়ে দেন জেমি ভার্ডি। নিজেদের সীমানা থেকে ড্যানি ড্রিংকওয়াটারের লম্বা করে বাড়ানো বল ধরে ডি-বক্সে ঢুকে গোলরক্ষককে পরাস্ত করেন জেমি ভার্ডি। গত মৌসুমে লিগের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা ভার্ডি এই ম্যাচে নিজের গোলের খাতা খুললেন।

মারকুসের শেষ সময়ের গোলে ম্যানইউয়ের জয়

হালসিটির মাঠে অল্পের জন্য পয়েন্ট হারানো থেকে রক্ষা পেল ম্যানচেস্টার ইউনাইটেড। ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) নিজেদের তৃতীয় ম্যাচে ৯০ মিনিট গোলশূন্য থাকার পর ইনজুরি টাইমে পাওয়া গোলে ৩ পয়েন্ট নিশ্চিত করে মরিনহোর শিষ্যরা।
 
ম্যাচের অধিকাংশ সময় বলের কর্তৃত্ব ধরে রেখেছিল ম্যানইউ। আক্রমণেও প্রতিপক্ষকে বারবার ঘায়েল করছিল রুনি-ইব্রাহিমোভিচ-পগবারা। কিন্তু কিছুতেই যেন কাজ হচ্ছিল না। গোলশূন্য অবস্থায় ৭১ মিনিটে ম্যানইউ এর আক্রমণভাগকে আরো শক্তি জোগাতে মাটার বদলে মারকুস রাসফোর্ডকে মাঠে নামান মরিনহো। আর তাতেই মেলে গোলের দেখা। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে ইংল্যান্ডের এই খেলোয়াড় তার জাতীয় দলের সতীর্থ ওয়েন রুনির সহায়তায় গোল করে দলকে জয় এনে দেন। বাঁ দিক থেকে আক্রমণে যাওয়া ওয়েন রুনি প্রতিপক্ষের এক খেলোয়াড়কে কাটিয়ে বল বাড়ানোর পর প্লেসিং শটে গোল করেন ইংলিশ ফরোয়ার্ড রাসফোর্ড।

ক্রুসের গোলে ঘরের মাঠে জয় পেল রিয়াল

দলের নিয়মিত খেলোয়াড়দের মধ্যে উপস্থিত নেই গুরুত্বপূর্ণ তিনজন। আক্রমণভাগে ক্রিশ্চিয়ানো রোনালদের পাশাপাশি অনুপস্থিত করিম বেনজিমা। এদিকে নিয়মিত গোলরক্ষক কেইলর নাভাসও ছিলেন না। গুরুত্বপূর্ণ এই তিন খেলোয়াড়দের ছাড়া ঘরের মাঠে কোন মতে জয় নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান ধরে রাখল রিয়াল মাদ্রিদ। সেল্তা দে ভিগোকে ২-১ গোলে হারিয়েছে জিদানের শিষ্যরা।

ইংল্যান্ডের আগেই বাংলাদেশে আসছে আফগানিস্তান

সেপ্টেম্বরের ৩০ তারিখে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ঢাকায় আসবে ইংল্যান্ড ক্রিকেট দল। এটা সবারই এখন জানা। তবে ইংলিশদের আগেই বাংলাদেশে আসতে পারে আফগানিস্তান। 
  
বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবিসূত্রে এমন তথ্য জানা গেছে। 
  
সূত্র জানায়, ইংল্যান্ড সিরিজ নিয়ে যখন শংকা তৈরি হয়েছিল তখনই আফগান ক্রিকেট বোর্ডের সঙ্গে সিরিজের ব্যাপারে আলোচনা হয়। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগামী মাসের শেষ সপ্তাহে আফগান ক্রিকেট দল ঢাকায় আসতে পারে। 
  
এ ব্যাপারে বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান বলেন, সিরিজের বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। তবে আলোচনা চলছে। 
  
প্রসঙ্গত, আগামী ৭ অক্টোবর শুরু হবে বাংলাদেশ ও ইংল্যান্ডের মধ্যকার প্রথম ওয়ানডে। ৯ অক্টোবর দ্বিতীয় ওয়ানডে ম্যাচ। ম্যাচ দুটি মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে হবে। আর তৃতীয় ওয়ানডে ম্যাচটি হবে ১২ অক্টোবর চট্টগ্রামে। 
  
২০ থেকে ২৪ অক্টোবর চট্টগ্রামে প্রথম টেস্ট এবং ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর ঢাকায় দ্বিতীয় টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজ দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ: বিসিবি সভাপতি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, ‘ইংল্যান্ড-বাংলাদেশ সিরিজ দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ।’
 
শুক্রবার দুপুরে গুলশানে নিজ বাসভবনে তিনি এসব কথা বলেন।
 
হলি আর্টিজানের ঘটনায় দেশের ভাবমূর্তি ফিরিয়ে আনতে এই সিরিজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে জানিয়ে বিসিবি সভাপতি বলেন, ‘শুধু খেলোয়ার নয়, ইংল্যান্ড থেকে যারা খেলা সংশ্লিষ্ট বিষয়ে বাংলাদেশে আসবেন তাদের প্রত্যেককে নিরাপত্তা দেয়া হবে।’
 
তিনি জানান, যতটুকু নিরাপত্তার কথা বলা হচ্ছে তার চেয়েও বেশি নিরাপত্তা থাকবে।

আরো ১০ বছর খেলতে চান রোনালদো

ক্যারিয়ারটাকে আরো ১০ বছর টেনে নিতে চান এবারের ইউরোপ সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। সেই সঙ্গে বাকি সময়টা রিয়াল মাদ্রিদে থাকার ইচ্ছাও পোষণ করেছেন এই তারকা ফুটবলার।

ছেঁড়া বুট পরেই হ্যাটট্রিক! লেভানডফস্কির হ্যাটট্টিকে বড় জয়ে শুরু বায়ার্নের

পোল্যান্ডের স্ট্রাইকার রর্বাট লেভানডফস্কির হ্যাটট্টিকে বুন্দেস লিগায় বড় জয় দিয়ে যাত্রা শুরু করলো বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। শুক্রবার নিজেদের প্রথম ম্যাচে বায়ার্ন ৬-০ গোলে হারিয়েছে ওয়েন্ডার ব্রেমেনকে। 
গত আসরের সর্বোচ্চ গোলদাতা লেভানডফস্কি এবারও যাত্রাটা করলেন সেরার মত করেই। তাই চলমান আসরেও সবচেয়ে বেশি গোল করার লক্ষ্য পোল্যান্ডের এই তারকা খেলোয়াড়ের, ‘এবারও সর্বোচ্চ গোলের মালিক হতে চাই। শুরুটা চমৎকার হয়েছে। এমন চমৎকার পারফরমেন্স প্রত্যক ম্যাচেই করতে চাই।’

Dilshan to retire after Australia series

Tillakaratne Dilshan, the Sri Lanka batsman, will retire from international cricket after the second Twenty20 International against Australia. Dilshan won't be available to play the final two One-Day International matches of the ongoing series since he has opted to quit 50-overs cricket on Sunday (August 28) after the third ODI.

মেসি-নির্ভরতা কমাতে চান বাউসা

বিশ্বের সেরা খেলোয়াড়টি তাহলে দলের সমস্যাও তৈরি করে! আর্জেন্টিনার নতুন কোচ এদগার্দো বাউসার অন্তত তাই মনে হচ্ছে। দলে বিশ্বের সেরা খেলোয়াড় লিওনেল মেসি। তারায় ঠাসা মাঝমাঠ আর ফরোয়ার্ড লাইন। রক্ষণ দুর্গও সমীহ জাগানিয়া। তার পরও তিন বছরে হারতে হয়েছে টানা তিনটি ফাইনাল! দাপটে ফাইনালে পৌঁছেও শিরোপা জিততে না পারার রহস্য কী? আর্জেন্টিনার এই রোগটা ধরতে পেরেছেন নতুন কোচ এদগার্দো বাউসার। তাঁর মনে হচ্ছে লিওনেল মেসির ওপর অতি নির্ভরতাই এর কারণ। 

নাসিরদের কাছে মাশরাফিদের হার

আসন্ন ইংল্যান্ড সিরিজকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় দলের অনুশীলন ক্যাম্প চলছে। অনুশীলনের অংশ হিসেবেই দুই দলে ভাগ হয়ে তিনটি প্রস্তুতি ম্যাচ খেলবে ঘোষিত ৩০ জনের স্কোয়াডে থাকা ক্রিকেটাররা। আজ প্রথম ম্যাচে মাশরাফির লাল দল ৩ উইকেটে হারিয়েছে নাসিরের সবুজ দলকে।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্বান্ত নেয় নাসিরের সবুজ দল। দলের পক্ষে মুশফিকুর রহিম অনবদ্য ৯০ রান করেন। এ ছাড়া নাসির ৪৭ রান করেন। তবে অন্যান্য ব্যাটসম্যানরা ব্যর্থ হয়েছেন। ফলে ৪৭ দশমিক ৪ ওভারে ১৯৪ রান করতে সমর্থ হয় সবুজ দল। লাল দলের পক্ষে তাসকিন ৪টি ও মাশরাফি ২টি উইকেট নেন।

জবাবে মাহমুদুল্লাহ রিয়াদের ৬২ ও মোসাদ্দেকের ৩৫ রানের ওপর ভর করে ৩২ বল হাতে রেখেই ম্যাচ জিতে নেয় লাল দল। সবুজ দলের শফিউল ও তাইজুল ৩টি করে উইকেট নেন।

স্কোর :
সবুজ দল : ১৯৪, ৪৭.৪ ওভার (মুশফিক ৯০*, নাসির ৪৭, তাসকিন ৪/১৮, মাশরাফি ২/১৪)।
লাল দল : ১৯৬/৭, ৪৪.৪ ওভার (রিয়াদ ৬২*, মোসাদ্দেক ৩৫, শফিউল ৩/১৮, তাইজুল ৩/৩৩)।

ফল : লাল দল ৩ উইকেটে জয়ী। 

সূত্র : বাসস

বাংলাদেশ ক্রিকেটে নেতিবাচক প্রভাবের শঙ্কা মুশফিকের


দ্বি-স্তর টেস্ট নীতিতে বাংলাদেশের ক্রিকেটে নেতিবাচক প্রভাব পড়বে মনে করছেন বাংলাদেশ টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম।

দ্বি-স্তরবিশিষ্ট টেস্ট নীতি বাস্তবায়ন হলে বাংলাদেশের ক্রিকেটের জন্য তা সুখকর হবে না। এমনটাই মন্তব্য করেছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। তবে, তিনি জানান, টেস্টে ব্যাট-বলের আলোকিত পারফরম্যান্সে এর জবাব দিতে চান আইসিসিকে। সেই সঙ্গে প্রায় ১২ বছরের ক্রিকেট অধ্যায়ে নামের পাশে স্বল্প টেস্ট থাকায় আক্ষেপ মুশফিকের। ক্রিকেট বিশ্বের খলনায়ক হিসেবে পরিচিত কেউ কেউ আইসিসি থেকে অপরাসিরত হলেও তাদের কু-বুদ্ধির চর্চা এখনো আছে। কারণ র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে প্রথম ও দ্বি-স্তরবিশিষ্ট টেস্ট নীতি আইসিসির আলোচনার টেবিলে বেশ এগিয়েছে। আর কয়েক দফা বৈঠকের পর তা বাস্তবায়নের অপেক্ষায়। ২০১৯ সালে থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে।

শেষ পর্যন্ত দ্বি-স্তর নীতি বাস্তবায়ন হলে, ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশের ক্রিকেট ক্ষতিগ্রস্ত হবে- বলছেন টাইগার টেস্ট অধিনায়ক। তবে, হৃদয় উজাড় করে পারফরম্যান্সেই তার জবাব দিতে চান মুশি। ২০০৫ সালে ক্রিকেটের তীর্থ ভূমি লর্ডসে স্বপ্নিল অভিষেক মুশফিকের। প্রায় ১২ বছরে যেখানে তিনি খেলছেন মাত্র ৪৮ টেস্ট। অথচ ২০০৯ অ্যাঞ্জলো ম্যাথুসের অভিষেকের পর খেলে ফেলেছেন ৬২ টেস্টে।

চ্যাম্পিয়নস লিগের বাইরে থাকতে হচ্ছে না গার্দিওলাকে

২০০৮ সালে কোচিং ক্যারিয়ার শুরুর পর কখনো চ্যাম্পিয়নস লিগের বাইরে থাকতে হয়নি পেপ গার্দিওলাকে। ২০০৮-০৯ ও ২০১০-১১ মৌসুমে শিরোপাও জিতেছিলেন বার্সেলোনার কোচ হিসেবে। কিন্তু এবারের ইউরোপিয়ান ফুটবলের নতুন মৌসুমের শুরুতে ম্যানচেস্টার সিটির দায়িত্ব নেওয়ার পর অনিশ্চয়তার মুখেই পড়েছিল গার্দিওলার চ্যাম্পিয়নস লিগে অংশগ্রহণ। ম্যানসিটিকে খেলতে হয়েছিল প্লে-অফ। তবে শেষ পর্যন্ত সব অনিশ্চয়তা দূর করে দিয়েছেন সার্জিও আগুয়েরো, জো হার্টরা। প্লে-অফের দুই লেগ মিলিয়ে রোমানিয়ার ক্লাব স্টেউয়া বুখারেস্টিকে ৬-০ গোলে উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নিয়েছে গার্দিওলার ম্যানসিটি।

চাপের মুখে বিদায় বলছেন দিলশান?

মুত্তিয়া মুরালিধরন, কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনেদের অবসরের পরেই অবসান ঘটেছিল শ্রীলঙ্কান ক্রিকেটের স্বর্ণালি যুগের। শেষ বাতি হয়ে টিকে ছিলেন তিলকারত্নে দিলশান। এবার তিনিও চলে যাচ্ছেন সাবেকদের তালিকায়। তবে সাঙ্গাকারা, জয়াবর্ধনের মতো দিলশানের বিদায়ের মুহূর্তটা সুখকর হচ্ছে না। কিছুটা চাপের মুখেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিতে হচ্ছে অভিজ্ঞ এই ক্রিকেটারকে।

ইংল্যান্ডকে নির্ভয়ে বাংলাদেশে আসতে বললেন মাশরাফি

নির্ভয়ে বাংলাদেশ সফরে আসতে ইংল্যান্ড দলের প্রতি আহবান জানিয়েছেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

ইংল্যান্ড ক্রিকেট দলের বাংলাদেশ সফরের বিষয়টি নির্ভর করছে দেশটির ক্রিকেট বোর্ডের নিরাপত্তা পর্যবেক্ষক দলের প্রতিবেদনের ওপর। বাংলাদেশে সফর করার আগে নিরাপত্তা পরিস্থিতি সরেজমিন দেখে গেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের নিরাপত্তা বিশেষজ্ঞরা।

বাংলাদেশ সফর : ইংল্যান্ডের সিদ্ধান্ত হতে পারে কাল

ইংল্যান্ড ক্রিকেট দলের বাংলাদেশ সফর খেলোয়াড়দের ইচ্ছার ওপর ছেড়ে দিয়েছে ইসিবি। অধিনায়ক এউইন মরগান বলেন, চলতি সপ্তাহে বাংলাদেশ সফরের ক্ষেত্রে স্বাধীনতা পাবে ইংলিশ খেলোয়াড়রা। কেউ যদি বাংলাদেশ সফর করতে না চায় তবে সে স্কোয়াড থেকে নিজেকে প্রত্যাহার করতে পারবে।

মেসির ওপর কোনো চাপ নেই

এদগার্দো বাউজার কাছে আর্জেন্টাইনদের কৃতজ্ঞ থাকা উচিত। এ মাসের শুরুতে আর্জেন্টিনার কোচের দায়িত্ব নিয়ে বাউজা ঘোষণার সুরে জানিয়েছিলেন, তাঁর প্রথম কাজ হবে লিওনেল মেসিকে জাতীয় দলে ফিরিয়ে আনা। নিজের কথা রেখে মেসিকে আর্জেন্টিনা দলে ফিরিয়ে এনেছেন বাউজা। তবে বিশ্বসেরা ফুটবলারের ওপর যেন অতিরিক্ত চাপ না পড়ে, সেদিকেও তাঁর সজাগ দৃষ্টি।
গত জুনে বিশেষ কোপা আমেরিকার ফাইনালে টাইব্রেকারে চিলির কাছে হেরে যাওয়ার পর দুঃখে-অভিমানে জাতীয় দল থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন মেসি। পেলে, ম্যারাডোনাসহ অনেক রথী-মহারথী ফেরার জন্য অনুরোধ জানালেও তাতে সাড়া দেননি পাঁচবারের ফিফা বর্ষসেরা ফুটবলার। তবে নতুন কোচের অনুরোধে সাড়া না দিয়ে পারেননি।
তবে মেসিকে ফেরানোর লক্ষ্যপূরণ হলেও দলের সবচেয়ে বড় সম্পদের ওপর কোনো চাপ দিতে চান না বাউজা। আর্জেন্টাইন পত্রিকা লা নাসিওনকে তিনি বলেছেন, ‘সব সময় ভালো খেলা বা গোল করার জন্য তার ওপর চাপ দেওয়া ঠিক নয়। সব সমস্যার সমাধান তো মেসির পক্ষে করা সম্ভব নয়। আসলে সব কিছু নির্ভর করে দলের ওপর। আমি চাই তার ওপরে সম্পূর্ণ নির্ভরতা বন্ধ করতে। আমরা সবাই জানি তার কাছে বল গেলে ভিন্ন কিছু হতে পারে। তবে দলেরও তাকে সাহায্য করা দরকার।’
মেসিকে অনুপ্রাণিত করতে আরেকটি চমৎকার কথাও বলেছেন বাউজা, ‘বিশ্বের সেরা খেলোয়াড় থাকলেই যে আপনি ম্যাচ জিতবেন, তার কোনো গ্যারান্টি নেই। তবে এমন খেলোয়াড় দলে থাকলে প্রতিপক্ষ যে আতঙ্কে থাকবে, সেই গ্যারান্টি ঠিকই আছে।’
মেসিকে নিয়েই বাউজার আর্জেন্টিনা-মিশন শুরু হবে আগামী মাসে। বিশ্বকাপ বাছাইপর্বে ১ সেপ্টেম্বর উরুগুয়ে ও পাঁচদিন পর ভেনেজুয়েলার মুখোমুখি হবে দুবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ফিফা র‍্যাংকিংয়ে এক নম্বরে থাকা আর্জেন্টিনা লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে তৃতীয় স্থানে আছে আপাতত।

ফকনারের হ্যাটট্রিকের উল্লাস

এক বছরেরও বেশি সময় পর হ্যাটট্রিকের সাক্ষী হলো ওয়ানডে ক্রিকেট। গত বছরের জুলাইয়ে মিরপুরে বাংলাদেশের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদা। ১৩ মাস পর আজ টানা তিন বলে উইকেট নেওয়ার কীর্তি গড়লেন অস্ট্রেলিয়ার জেমস ফকনার।
আজ কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হয়েছে শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়া। টস জিতে ব্যাটিংয়ে নামা শ্রীলঙ্কানদের সংগ্রহ ২৮৮ রান। সিরিজে সমতা ফেরাতে এই ম্যাচ জিততেই হবে স্বাগতিকদের।

ফকনারের কীর্তির সূচনা ৪৬তম ওভারের শেষ বলে। ৫৪ রান করা কুসাল পেরেরাকে এলবিডব্লুর ফাঁদে ফেলে প্রথম উইকেটের আনন্দে মেতে উঠেছেন এই বাঁহাতি পেসার। ৪৮তম অর্থাৎ নিজের পরের ওভারের প্রথম দুই বল তাঁকে এনে দিয়েছে হ্যাটট্রিকের উল্লাস। প্রথমে প্রতিপক্ষ অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউসকে (৫৭) লংঅফে মোইজেস হেনরিক্সের ক্যাচ বানিয়েছেন তিনি। পরের বলেই থিসারা পেরেরা বোল্ড! ৯ ওভারে ৪৫ রানের বিনিময়ে ফকনারের শিকার ওই তিনটিই। 

ষষ্ঠ অস্ট্রেলীয় বোলার হিসেবে ওয়ানডেতে হ্যাটট্রিক করলেন ফকনার। সব মিলিয়ে ওয়ানডেতে এটা ৪০তম হ্যাটট্রিক।

র‍্যাংকিং নিয়ে চিন্তিত নন কোহলি

গত সপ্তাহে টেস্ট র‍্যাংকিংয়ের শীর্ষে উঠলেও তা ধরে রাখতে পারেনি ভারত। চিরপ্রতিদ্বন্দ্বীকে পেছনে ফেলে র‍্যাংকিংয়ের শীর্ষস্থান এখন পাকিস্তানের দখলে। তবে তা নিয়ে বিন্দুমাত্র চিন্তিত নন বিরাট কোহলি। ভারতের টেস্ট অধিনায়ক স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, তাঁরা র‍্যাংকিং মাথায় নিয়ে খেলতে নামেন না।
পোর্ট অব স্পেনে চতুর্থ ও শেষ টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে হারাতে পারলে শীর্ষস্থান ধরে রাখতে পারত ভারত। কিন্তু কুইন্স পার্ক ওভালে পাঁচদিনে খেলা হয়েছে মাত্র ২২ ওভার! প্রথম দিনের বৃষ্টিতে মাঠ খেলার অনুপযোগী হয়ে পড়ায় আর একটি বলও হতে পারেনি বাকি চারদিনে। ভারত অবশ্য ২-০ ব্যবধানে জিতে নিয়েছে সিরিজটা। কিন্তু শেষ টেস্টে ইংল্যান্ডকে হারিয়ে ২-২ সমতায় সিরিজ শেষ করায় পাকিস্তান উঠে গেছে র‍্যাংকিংয়ের শীর্ষে।
তবে তা নিয়ে কোহলির মনে কোনো আক্ষেপ নেই। সাংবাদিকদের তিনি বলেছেন, ‘পাকিস্তান জিততে না পারলে আমরা শেষ টেস্টে ড্র করার পরও র‍্যাংকিংয়ের চেহারা ভিন্ন হতে পারত। ‌আমরা জানি পয়েন্ট টেবিলে আমাদের অবস্থান কতটা কাছাকাছি। শুধু একটি টেস্ট দিয়ে নয়, মৌসুম শেষ হলেই শুধু নিজেদের মূল্যায়ন করতে পারি আমরা।’
র‍্যাংকিংয়ে ওঠাপড়া নিয়ে যে ভারত চিন্তিত নয়, সে কথা জানিয়ে কোহলির মন্তব্য, ‘অন্য দলগুলো আমাদের চেয়ে বেশি ম্যাচ খেলছে। আমাদের তাই তাদের সমান ম্যাচ খেলেই মৌসুম শেষে তুলনায় যাওয়া উচিত। র‍্যাংকিংয়ে উত্থান-পতন হবেই। কোনো দলই র‍্যাংকিং মাথায় নিয়ে খেলতে নামে না। আমরা চাই বিশ্বের সেরা দল হয়ে উঠতে আর সেটাই আমাদের সব সময়ের লক্ষ্য।

বাংলাদেশ সফর নিয়ে যা বললেন মরগান

পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষেই বাংলাদেশ সফরের প্রস্তুতি শুরু করার কথা ইংল্যান্ডের। কিন্তু নিরাপত্তা-সংক্রান্ত জটিলতায় সেই সফর হবে কি না, তা নিয়ে চলছে অনিশ্চয়তা। আগামীকাল বৃহস্পতিবার ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসার কথা ইংল্যান্ডের নিরাপত্তা-সংক্রান্ত প্রতিনিধিদলের। তার পরেই হয়তো জানা যাবে ইংল্যান্ডের চূড়ান্ত সিদ্ধান্ত। তবে বাংলাদেশ সফরের ব্যাপারে ক্রিকেটারদের ব্যক্তিগত মতামতও গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন ইংল্যান্ডের ওয়ানডে দলের অধিনায়ক ওয়েন মরগান।

নেইমারদের প্রতিপক্ষ আজ ইতিহাসও

অলিম্পিকের ফাইনাল বলে আগের তিন শিরোপামঞ্চে হোঁচট খাওয়াটা ফিরে ফিরে আসছে ভেন্যু মারাকানা বলে ১৯৫০ সালের বিষাদগাথার স্মৃতি উঠছে উসকে আর প্রতিপক্ষ জার্মানি বলে ২০১৪ বিশ্বকাপের - গোলের সেই লজ্জা আসছে ঘুরে-ফিরে

আজ ফুটবল-তীর্থ মারাকানায় অলিম্পিক ফুটবলের অধরা সোনা জয়ের অভিযানে তাই ব্রাজিলের প্রতিপক্ষ কেবল জার্মানি নয় ইতিহাসও!

এমনিতে অলিম্পিকের সোনার পদক জয় নিয়ে খুব একটা মাথা ঘামায় না ফুটবলের পরাশক্তিরা মূলত অনূর্ধ্ব-২৩ দল, সে কারণে পরের প্রজন্মের ফুটবলারদের বাজিয়ে দেখাই মুখ্য সে দিক দিয়ে এবারের ব্রাজিল ব্যতিক্রম বিশ্ব ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে এই এক জায়গাতেই তো সর্বোচ্চ সাফল্য পায়নি যে কারণে এবার ঘরের মাঠে সোনার পদক জিততে মরিয়া আর তা এতটাই যে, দেশসেরা তারকা নেইমারকে কোপা আমেরিকায় বিশ্রাম দিয়ে অলিম্পিকের জন্য আগলে রাখে ব্রাজিল

সেই কৌশলে কাজও দিয়েছে একে একে সবগুলো ধাপ পেরিয়ে তারা চলে এসেছেন ফাইনালের মঞ্চে আজ জার্মানির বিপক্ষে শেষ ধাপটুকুন পেরোতে পারলেই চলে

মাশরাফিদের সহকারি কোচ বরখাস্ত

জাতীয় ক্রিকেট দলের সহকারি কোচ রুয়ান কালপেজকে বরখাস্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নির্ধারিত সময়ের মধ্যে কাজে যোগ না দেয়ায় তাকে বরখাস্ত করা হয়েছে। বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস এ কথা জানিয়েছেন


ক্রিকইনফোকে তিনি বলেন, '১৬ আগস্ট রুয়ান কালপেজের কাজে যোগ দেয়ার কথা ছিল। আমরা এ ব্যাপারে তাকে চিঠি পাঠিয়েছে কিন্তু তিনি চিঠির কোনো জবাব দেননি। তাই বিসিবি তাকে বরখাস্ত করেছে।' সাবেক এই শ্রীলঙ্কান ক্রিকেটার নির্ধারিত সময়ে কাজে যোগ না দেয়ায় বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরী বুধবার (১৭ আগস্ট) তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা বলেন। উল্লেখ্য, রুয়ান কালপেজ ২০১৪ সালে সহকারি কোচ হিসেবে দুই বছরের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে চুক্তিবদ্ধ হন

সোমবার দেশে ফিরছেন মুস্তাফিজ

লন্ডনে কাঁধের অস্ত্রোপচার শেষে শুক্রবার দেশের ফেরার কথা ছিল বাংলাদেশের বিস্ময় বালক মুস্তাফিজুর রহমানের তবে অস্ত্রোপচারের ধকল কাটাতে আরো দুই দিন লন্ডন থেকে আগামী সোমবার দেশে ফিরছেন এই তারকা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বিষয়টি নিশ্চিত করেছেন

তিনি জানিয়েছেন, রোববার বাংলাদেশের উদ্দেশ্যে রওয়ানা হবেন মুস্তাফিজ সোমবার বেলা ১১টায় হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমান বন্দরে এসে পৌঁছাবেন


এর আগে কাউন্টি খেলতে গিয়ে কাঁধের পুরোনো ইনজুরিতে নতুন করে ব্যথা পাওয়ায় শেষ পর্যন্ত অস্ত্রোপচার করাতে হয় মুস্তাফিজুর রহমানকে প্রখ্যাত সার্জন অ্যান্ড্রু ওয়ালেসের তত্ত্বাবধানে ১১ আগস্ট (বৃহস্পতিবার) বাংলাদেশ সময় রাত ১০টায় (ইংল্যান্ডের স্থানী সময় বিকেল ৪টা) লন্ডনের ক্রমওয়েল হাসপাতালে ভালোভাবেই সম্পন্ন হয় কাটার মাস্টারের কাঁধের অস্ত্রোপচার
Recent Posts Widget