সাকিব এখন বিশ্বের সেরা টি২০ স্পিনার

বিশ্বের ঘরোয়া ক্রিকেটে টুয়েন্টি টুয়েন্টি ফরম্যাটে বর্তমানে স্পিনারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের মালিক এখন বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ক্যারিবীয়ান প্রিমিয়ার লীগের (সিপিএল) চতুর্থ আসরের ফাইনালে গায়না আমাজন ওয়ারিয়র্সের বিপক্ষে জ্যামাইকা তালাওয়াশের হয়ে ২ উইকেট নিয়ে টি-২০ ফরম্যাটে সর্বোচ্চ উইকেট শিকারী হয়ে যান তিনি। ২০৯ ম্যাচে সাকিবের উইকেটসংখ্যা এখন ২৪২টি।


সাকিবের পরে অর্থাৎ দ্বিতীয়স্থানে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারাইন। ১৯১ ম্যাচে তার উইকেটসংখ্যা ২৪১টি। ১৭৪ ম্যাচে ২৪০ উইকেট নিয়ে তৃতীয়স্থানে রয়েছেন পাকিস্তানের সাইদ আজমল।

এই তালিকায় সবার উপরে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের মিডিয়াম পেসার ডোয়াইন ব্রাভো।
৩২৪ ম্যাচে তার ঝুলিতে রয়েছে ৩৪১ উইকেট।


টি-২০ ফরম্যাটে বিশ্বের সেরা তিন স্পিনারের পরিসংখ্যান :

খেলোয়াড়     ম্যাচ    ইনিংস        ওভার       রান        উইকেট
সাকিব আল হাসান (২০০৬-২০১৬) ২০৯ ২০৪ ৭৩৬.৩ ৪৯৭৩ ২৪২
সুনীল নারাইন (২০১১-২০১৬) ১৯১ ১৮৮ ৭৩২.২ ৪১১৭ ২৪১
সাইদ আজমল (২০০৫-২০১৬) ১৭৪ ১৭৩ ৬৫০.৪ ৪১৯৮ ২৪০।

No comments:

Post a Comment

Recent Posts Widget