রিও
অলিম্পিক ফুটবলে নিজেদের দ্বিতীয় ম্যাচেও লজ্জা পেল স্বাগতিক ব্রাজিল। এবার ইরাকের
সাথে গোলশূন্য ড্র করলো তারা। নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার সাথেও
গোলশূন্য ড্র করেছিলো ব্রাজিল। তাই ‘এ’ গ্রুপ থেকে পরের রাউন্ডে
যাওয়া ব্রাজিলের জন্য অনেক কঠিনই হয়ে গেল। তবে আশা শেষ হয়ে যায়নি তাদের।
ডেনমার্কের বিপক্ষে শেষ ম্যাচ জিতলেই পরের রাউন্ডের টিকিট মিলবে ব্রাজিলের।
দক্ষিণ আফ্রিকার সাথে প্রথম ম্যাচের ড্র’র পর ব্রাজিলের কোচ রোজারিও মাইকেল বলেছিলেন, ‘প্রথম ম্যাচে এমনটা হতেই পারে।’ আর অধিনায়ক নেইমার বলেছিলেন, ‘এমন ড্র হারের মতো।’
ইরাকের সাথেও গোলশূন্য ড্র করলো ব্রাজিল। তো এখন কী বলবেন ব্রাজিলের কোচ ও
ইরাকের মতো দুর্বল দলের সাথে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের ড্র মেনে নিতে পারেননি দর্শকরাও। তাই ম্যাচ শেষে পুরো ব্রাজিল দলকেই চিৎকার দিয়ে দুয়োধ্বনি দিয়েছেন তারা। এমনকি ব্রাজিলের ভবিষ্যদ্বাণীও করে অনেকে বলেছেন, ‘গ্রুপ পর্ব থেকেই বিদায় নিবে ব্রাজিল।’
পুরো ম্যাচে ভুল পাসের ছড়াছড়ি বেশিই করেছে ব্রাজিল। তাই গোলের সুযোগও কম পেয়েছে তারা। একই অবস্থা ছিলো ইরাকেরও। তবে ডিফেন্সে দারুন খেলেছে দলটি। তাই ব্রাজিলকে গোল বঞ্চিত করে দুর্দান্ত একটি ড্র’র স্বাদ নিয়ে মাঠে ছাড়ে ইরাক। এমন ড্র’কে ‘ঐতিহাসিক’ অভিহিত করে ইরাকের কোচ আব্দুলঘানি আলঘাজালি বলেন, ‘ব্রাজিলের মাটিতে তাদের বিপক্ষে ড্র করা অনেক বড় ব্যাপার। তাই ইরাকের জন্য এই দিনটি ঐতিহাসিক। ইরাক ফুটবলে অনেক বড় অর্জনও বটে।’
‘এ’ গ্রুপের অন্য ম্যাচে জয় পেয়েছে ডেনমার্ক। ১-০ গোলে ডেনমার্ক হারিয়েছে দক্ষিন আফ্রিকাকে। ফলে ২ খেলা শেষে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে ড্যানিশরা। ২ পয়েন্ট করে সংগ্রহে আছে ব্রাজিল ও ইরাকের। আর ১ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে দক্ষিণ আফ্রিকা।
ব্রাজিলের লজ্জার দিন প্রথম জয়ের স্বাদ পেয়েছে আর্জেন্টিনা। ২-১ গোলে আলজেরিয়াকে হারিয়েছে তারা। ‘ডি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে পর্তুগালের কাছে ২-০ গোলে হেরেছিলো আর্জেন্টিনা।
No comments:
Post a Comment