উসাইন বোল্ট যে ইংল্যান্ডের অন্যতম সেরা ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের প্রবল সমর্থক, তা সবারই জানা। রিও অলিম্পিকে ১০০ মিটার ইভেন্টে অংশ নেওয়ার আগেও বোল্টের নজর ছিল ম্যানইউর প্রিমিয়ার লিগ ম্যাচের দিকে। সেখানে প্রিয় দলকে জিততে দেখে খুশিমনেই অলিম্পিক ট্র্যাকে এসেছিলেন বিশ্বের দ্রুততম মানব। ইউরোপিয়ান ফুটবলে বোল্টের অবশ্য আরেকটি প্রিয় দল আছে। স্পেনের সফলতম ক্লাব রিয়াল মাদ্রিদ। বোল্ট অবশ্য রিয়ালের সমর্থক হয়েছেন শুধুই ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য।
২০০৩ থেকে ২০০৯ সাল পর্যন্ত রোনালদো খেলেছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সি গায়ে। তখন থেকেই হয়তো পর্তুগিজ এই তারকার ভক্ত হয়ে গেছেন বোল্ট। এখন রোনালদোর জন্য রিয়াল মাদ্রিদও পাচ্ছে বোল্টের সমর্থন। রিও অলিম্পিকে ১০০ মিটার ইভেন্টে স্বর্ণপদক জয়ের পর বোল্ট বলেছেন, ‘আমার প্রিয় দল রিয়াল মাদ্রিদ। আমি তাদের পছন্দ করি, কারণ ক্রিস্টিয়ানো রোনালদো সেখানে খেলেন।’
ইতিহাস গড়ার হাতছানি নিয়ে এবারের রিও অলিম্পিকে অংশ নিয়েছেন বোল্ট। অ্যাথলেটিকসের ইতিহাসে এখন পর্যন্ত স্প্রিন্টের তিনটি ইভেন্টে টানা তিনবার স্বর্ণপদক জয়ের কৃতিত্ব দেখাতে পারেননি কোনো অ্যাথলেট। এবার সেই অনন্য রেকর্ডের হাতছানিই আছে বোল্টের সামনে। ১০০ মিটার ইভেন্টে এরই মধ্যে স্বর্ণ জিতেও নিয়েছেন জ্যামাইকান এই অ্যাথলেট। এখন ২০০ ও ৪x১০০ মিটার রিলেতেও স্বর্ণ জিততে পারলে বোল্ট পেয়ে যাবেন কাঙ্ক্ষিত ‘ট্রিপল ট্রিপল’ জয়ের স্বাদ।
No comments:
Post a Comment