গত
মার্চে টি-টোয়েন্টি বিশ্বকাপ চলার সময়ে বোলিং অ্যাকশনে ত্রুটি ধরা পড়ায় আন্তর্জাতিক
ক্রিকেটে নিষিদ্ধ হন বাঁহাতি স্পিনার আরাফাত সানি। এর পর থেকেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের
(বিসিবি) অধীনে পুনর্বাসন প্রক্রিয়ায় আছেন তিনি।
প্রায় চার মাস পর বিসিবির অধীনে অ্যাকশনের পরীক্ষা দিয়েছেন আরাফাত
সানি। মঙ্গলবার
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে তাঁর অ্যাকশন পর্যবেক্ষণ করেন বিসিবির
বোলিং অ্যাকশন রিভিউ কমিটির দুই সদস্য গোলাম ফারুক সুরু ও ওমর খালেদ রুমি। তাঁদের সঙ্গে
ছিলেন বিসিবির বোলিং কোচ মাহবুব আলী জাকি।
বিসিবির অধীনে পরীক্ষা দিয়ে আরাফাত সানি বলেন, ‘পরীক্ষায় উত্তীর্ণ
হতে পারব কি না তা নিয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। পুরো প্রক্রিয়া শেষেই তা বোঝা যাবে।
তবে আমি আশাবাদী, সবাই ভালোই বলেছে।’
মূলত বিসিবির কাছ থেকে সবুজসংকেত পেলেই আইসিসির অনুমোদিত ল্যাবে
পরীক্ষা দিতে যাবেন আরাফাত সানি। সে লক্ষ্যেই এখন পরীক্ষা দিচ্ছেন তিনি।
টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে নেদারল্যান্ডসের বিপক্ষে
ম্যাচ জিতে মাশরাফিরা যখন খুশির জোয়ারে ভাসছিল, ঠিক তখনই দুঃসংবাদটি পেয়েছিল বাংলাদেশ
টিম ম্যানেজমেন্ট। সন্দেহজনক বোলিং অ্যাকশনের অভিযোগ উঠেছিল আরাফাত সানির বিপক্ষে।
পরে চেন্নাইতে শ্রীরামচন্দ্র বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগারে বায়ো-মেকানিক্যাল পরীক্ষা
করা হয় আরাফাত সানির। মূলত সেখানে পরীক্ষার পরই তাঁর বোলিংয়ে ত্রুটি খুঁজে পায় আইসিসি।
এ কারণেই তাঁকে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে।
No comments:
Post a Comment