মারাকানা স্টেডিয়াম। যেখানে ১৯৫০ সালের বিশ্বকাপে থমকে গিয়েছিল গোটা ব্রাজিল। দায় শোধ করতে গিয়ে উল্টো নতুন এক ‘ট্র্যাজেডি’র শিকার হতে হয়েছিল ঘরের মাঠের ২০১৪ সালের বিশ্বকাপে। ব্রাজিলিয়ানদের কাছে ফুটবলের চরম হাহাকারের জায়গা হয়ে ওঠা সেই মারাকানায় আবার ফিরছেন নেইমাররা। এবার অলিম্পিক সোনার স্বপ্ন বুকে ধরে। সেমিফাইনালে হন্ডুরাসকে আজ হারাতে পারলেই যে সোনা জয়ের লড়াইয়ে উঠতে পারবে ব্রাজিল।
লন্ডন অলিম্পিকে ফাইনালে উঠলেও রুপা জিতে সন্তুষ্ট থাকতে হয়েছিল ব্রাজিলকে। অলিম্পিক সোনাটা তাই এখনো অধরাই রয়ে গেছে ফুটবলপাগল দেশটির। অপেক্ষার পালাটা এবার শেষ করতে চায় তারা ঘরের মাঠের আসরে। সেই লক্ষ্যে দারুণভাবে এগিয়ে যাচ্ছেন নেইমাররা। বার্সা তারকা গোল-খরা কাটিয়েছেন কোয়ার্টার ফাইনালে। শেষ চারের লড়াইয়েও তাঁর দিকে তাকিয়ে গোটা ব্রাজিল। বিশেষ করে মাঠটা মারাকানা বলে ব্রাজিলিয়ানদের আবেগটা একটু বেশি। প্রতিপক্ষ তাদের হন্ডুরাস, যারা গ্রুপ পর্ব থেকে বিদায় করে দিয়েছে আর্জেন্টিনাকে। যদিও দুর্দান্ত স্কোয়াডের ব্রাজিল যে পরিষ্কার ফেভারিট, তাতে কোনো সন্দেহ
সাও পাওলোর সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে জার্মানি-নাইজেরিয়া। চলতি অলিম্পিকে গোল-বন্যায় ভাসানো জার্মানি ৪ ম্যাচে করেছে ১৯ গোল। এদিকে কাল মেয়েদের সেমিফাইনালে ব্রাজিলকে টাইব্রেকারে ০(৪)-০(৩) হারিয়ে ফাইনালে উঠেছে সুইডেন।
No comments:
Post a Comment