সিপিএলে শিরোপার উল্লাস সাকিবদের

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) বেশির ভাগ ম্যাচেই দেখা গেছে জমজমাট-উত্তেজনাপূর্ণ লড়াই। কিন্তু শিরোপা জয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ লড়াইটাই হয়ে গেল একেবারে একতরফা। সাকিব আল হাসান, ইমাদ ওয়াসিমদের দুর্দান্ত বোলিংয়ের সামনে অসহায় আত্মসমর্পণই করতে হলো গুয়ানা অ্যামাজন ওরিয়র্সকে। সাকিব-গেইলদের জ্যামাইকা তালাওয়াস পেয়েছে ৯ উইকেটের সহজ জয়। মেতে উঠেছে দ্বিতীয়বারের মতো সিপিএল শিরোপা জয়ের উল্লাসে।
টস হেরে ব্যাট করতে নেমে মাত্র ১৬.১ ওভার ব্যাটিং করতে পেরেছে গুয়ানা। স্কোরবোর্ডে জমা করতে পেরেছে মাত্র ৯৩ রান। চার ওভার বল করে মাত্র ২৫ রানের বিনিময়ে সাকিব নিয়েছেন দুটি
উইকেট। তবে জ্যামাইকার সফল বোলার ইমাদ ওয়াসিম। চার ওভার বল করে মাত্র ২১ রান খরচে তিনি নিয়েছেন তিনটি উইকেট। গুয়ানার পক্ষে সর্বোচ্চ ৪২ রানের ইনিংসটি এসেছে পাকিস্তানি ক্রিকেটার সোহেল তানভিরের ব্যাট থেকে। ১৭ রান করেছেন ওপেনার ডোয়াইন স্মিথ।
জয়ের জন্য ৯৪ রানের সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই ব্যাটে ঝড় তুলেছিলেন গেইল। ছয়টি ছয় ও তিনটি চার মেরে খেলেছেন ২৭ বলে ৫৪ রানের ইনিংস। দশম ওভারে গেইল সাজঘরে ফেরার পর আর কোনো উইকেটও হারাতে হয়নি জ্যামাইকাকে। ২৫ ও ১২ রানের ইনিংস খেলে দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন চাডউইক ওয়াল্টন ও কুমার সাঙ্গাকারা। দুর্দান্ত বোলিংয়ের জন্য ম্যাচসেরার পুরস্কারটা উঠেছে ইমাদ ওয়াসিমের হাতে।

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে সাকিব এবারই প্রথমবারের মতো পেয়েছেন শিরোপা জয়ের স্বাদ। এবারের আসরে মোট ১৩ ম্যাচ খেলে ব্যাট হাতে সাকিব করেছেন ১৬০ রান। বল হাতে নিয়েছেন ১২টি উইকেট। বাঁহাতি এই স্পিনারের ইকোনমি রেট ছিল ৬.৯৪। একটি ম্যাচে জিতেছেন ম্যাচসেরার পুরস্কার।

No comments:

Post a Comment

Recent Posts Widget