বাংলাদেশ জাতীয় দলের তারকা ওপেনার তামিম ইকবাল আবারও মাঠে নামছেন বিশ্ব একাদশের হয়ে। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় ‘প্লে ফর পিস’ শিরোনামে একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নরওয়ের রাজধানী অসলোতে যাচ্ছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওপেনার তামিম ইকবাল।
আগামী ১৭ আগস্ট তামিমের ঢাকা ছাড়ছেন এবং ২১ আগস্ট দেশে ফেরার কথা রয়েছে তার। ১৯ সেপ্টেম্বর পাকিস্তান স্টার্স দলের বিপক্ষে খেলতে নামবে তামিমদের অলস্টার ক্রিকেট
দল। ইতোমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনুমতি পেয়েছেন তামিম। পাকিস্তান স্টার্স দলের নেতৃত্ব দেবেন টেস্ট অধিনায়ক মিসবাহ উল হক।
পাকিস্তানের শহীদ আফ্রিদি, শোয়েব আখতার, উমর আকমল, শ্রীলংকার সনাৎ জয়সুরিয়া, ভারতের ইউসুফ পাঠান ও ইরফান পাঠানের মতো তারকা খেলোয়াড়রা অংশ নেবেন এই ম্যাচে। এর আগে ২০১৩ সালের অসলোর একবার্গে আয়োজিত হয়েছিল প্লে ফর পিস ফেস্টিভ্যালের আগের আসর। সেবার বেশ সমাদৃতও হয়েছিল এই আয়োজন।