টেস্ট ক্রিকেটকে মিস করছেন ধোনি
টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে এখন তিনি চালিয়ে যাচ্ছেন ওয়ানডে ও টি২০। মহেন্দ্র সিং ধোনি টেস্ট ক্রিকেট ছেড়েছেন ২০১৪ সালের ডিসেম্বরে। টেস্ট ক্রিকেট ছাড়লেও এখনো টেস্ট ক্রিকেটের আকর্ষণ অনুভব করছেন ভারতের ওয়ানডে ও টি২০ অধিনায়ক।
বৃহস্পতিবার থেকে অ্যান্টিগায় শুরু হচ্ছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ চার টেস্ট সিরিজের প্রথমটি। তার আগে ধোনির কন্ঠে বারবার ফিরে এসেছে টেস্ট ক্রিকেটকে মিস করার কথা। তিনি বলেন,‘ আমি ক্রিকেটের পোকা। খেলা ছেড়ে দিলেও আমি ক্রিকেটের সঙ্গেই থাকবো। আমি টেস্ট ক্রিকেটকে মিস করি। কারণ এটা চ্যালেঞ্জিং। তবে সঠিক সময়েই ঠিক সিদ্ধান্তটা নিয়েছি।’
আইপিএলের পরপরই তরুণ এক দল নিয়ে জিম্বাবুয়ে সফর করেছিলেন ধোনি। সেখানে ওয়ানডে ও টি২০ দুটি সিরিজই জিতেছে ভারত। যেহেতু ধোনি টেস্ট খেলছেন না তাই তার সামনে রয়েছে লম্বা বিরতি। ভারতের ওয়ানডে ও টি২০ অধিনায়ক বিরাট কোহলির দলের ওয়েস্ট ইন্ডিজ সফর নিয়ে দারুন আশাবাদি। ধোনি বলেন,‘ আমাদের বোলিংয়ে ভালো সময় ফিরেছে। আমাদের কাছে প্রচুর প্রতিভা রয়েছে। আর সকলেই ফিট। যদিও ক্যারিবিয়ানের উইকেট স্লো। তবে সেখান থেকেও সাহায্য পাবে ভারত।’