এবারের অলিম্পিকে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন সাতজন ক্রীড়াবিদ। আর
মাত্র কয়েক ঘণ্টা, এর পরই শুরু
হচ্ছে বিশ্বের সর্ববৃহৎ ক্রীড়াযজ্ঞ অলিম্পিক গেমস। শুক্রবার ভোরে
ব্রাজিলের রিও ডি জেনিরোতে এই গেমসের পর্দা উঠবে। একনজরে দেখে নেওয়া যাক তাঁদের
সাফল্য-সম্ভাবনা।
সিদ্দিকুর রহমান (গলফ)
দেশের প্রথম পেশাদার গলফার
সিদ্দিকুর এ পর্যন্ত দুটো এশিয়ান ট্যুরের শিরোপা জিতেছেন। এবার তাঁর সামনে
অলিম্পিকে দেশের মুখ উজ্জ্বল করার সুযোগ। প্রথম বাংলাদেশি হিসেবে সরাসরি
অলিম্পিকে
অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন গলফার সিদ্দিকুর রহমান। শুধু তাই নয়, বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়াযজ্ঞের
উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের জাতীয় পতাকাও বহন করবেন তিনি।
আব্দুল্লাহ হেল বাকি (শ্যুটিং)
২০০৮ সালে ইসলামাবাদ সাফ শ্যুটিংয়ে
প্রথম অংশ নিয়ে দলগত বিভাগে স্বর্ণপদক জিতেন। এরপর টানা চার বছর ১০ মিটার এয়ার
রাইফেলে স্বর্ণ জেতেন তিনি। ক্যারিয়ারের সবচেয়ের সেরা সাফল্য ২০১৪ গ্লাসগো
কমনওয়েলথ গেমসে। এবারের অলিম্পিকের শ্যুটিংয়ে ১০ মিটার এয়ার রাইফেলে অংশ নিচ্ছেন
তিনি।
মেজবাহ আহমেদ (অ্যাথলেটিকস)
২০০৯ সালে জাতীয় জুনিয়র মিটে প্রথম
অংশ নিয়ে চমকে দেন তিনি। জিতে নেন ১০০ ও ২০০ মিটারে দৌড়ে স্বর্ণ পদক। ২০১৩ সালে
বাংলাদেশ গেমসে প্রথমবার অংশ নিয়েই দ্রুততম মানব হন। এরপর টানা তিনটি জাতীয় মিটে
শ্রেষ্ঠত্বের মুকুট ধরে রেখেছেন বাগেরহাট থেকে উঠে আসা এই ক্রীড়াবিদ। উসাইন
বোল্টকে দেখেই অলিম্পিকে অংশ নেওয়ার স্বপ্ন দেখেছিলেন একদিন, এবার তাঁর সেই স্বপ্নের বাস্তবায়ন
হতে যাচ্ছে।
শিরিন আক্তার (অ্যাথলেটিকস)
বিকেএসপিতে পড়ার সময় শিরিন স্বপ্ন
দেখতেন একদিন অলিম্পিকে অংশ নেবেন। এবার তাঁর সেই স্বপ্নের বাস্তবায়ন হচ্ছে। নিজের
প্রিয় ইভেন্ট ১০০ মিটার দৌড়ে দেশেকে সাফল্য এনে দিতে ব্রাজিলের রিও ডি জেনিরোতে
গেলেন টানা দুই মৌসুম দেশের দ্রুততম মানবী শিরিন আক্তার।
মাহফিজুর রহমান (সাঁতার)
২০০৩ সালে জাতীয় সাঁতারে প্রথম অংশ
নিয়েই স্বর্ণপদক জেতেন মাহফিজুর রহমান। পর পর দুটি অলিম্পিকে বাংলাদেশের হয়ে অংশ
নেওয়া এবারের একমাত্র ক্রীড়াবিদ তিনি। গত লন্ডন অলিম্পিকে বাংলাদেশের হয়ে পতাকাও
বহন করেছিলেন তিনি। ৫০ মিটার ফ্রি স্টাইলে অংশ নেবেন মাহফিজুর রহমান।
সোনিয়া আক্তার (সাঁতার)
২০০৬ সালে জাতীয় জুনিয়র সাঁতারে অংশ
নিয়ে ১১টি স্বর্ণপদক জেতেন সোনিয়া আক্তার। আর ২০১০ সালে ১১টি ইভেন্টে অংশ নিয়ে
১০টি স্বর্ণপদক জিতেছিলেন তিনি। যাতে নয়টি জাতীয় রেকর্ড ছিল। ঝিনাইদহের এই সাঁতারু
এবারই প্রথম অলিম্পিকে অংশ নিচ্ছেন। সোনিয়া আক্তার সাঁতারের ৫০ মিটার ফ্রি স্টাইলে
অংশ নেবেন।
শ্যামলী রায় (আর্চারি)
অলিম্পিকে এবারই প্রথম অংশ নিতে
যাচ্ছেন শ্যামলী রায়। ২০১৪ সালে তুরস্কে বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপে, একই বছরে ব্যাংককে এশিয়া কাপ ও ইনচন
এশিয়ান গেমসে অংশ নিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর এই ক্রীড়াবিদ। তীর-ধনুক হাতে জাতীয়
পার্যায়ে সাফল্যের ধারাবাহিকতায় এবার রিও অলিম্পিক গেমসের আর্চারিতে অংশ
নেওয়ার সুযোগ পেয়েছেন তিনি