ক্রুসের গোলে ঘরের মাঠে জয় পেল রিয়াল

দলের নিয়মিত খেলোয়াড়দের মধ্যে উপস্থিত নেই গুরুত্বপূর্ণ তিনজন। আক্রমণভাগে ক্রিশ্চিয়ানো রোনালদের পাশাপাশি অনুপস্থিত করিম বেনজিমা। এদিকে নিয়মিত গোলরক্ষক কেইলর নাভাসও ছিলেন না। গুরুত্বপূর্ণ এই তিন খেলোয়াড়দের ছাড়া ঘরের মাঠে কোন মতে জয় নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান ধরে রাখল রিয়াল মাদ্রিদ। সেল্তা দে ভিগোকে ২-১ গোলে হারিয়েছে জিদানের শিষ্যরা।
 
ম্যাচের প্রথমার্ধ জুরে নিজেদের গুছিয়ে নিতে ব্যস্ত থাকা রিয়াল বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও গোল পেতে ব্যর্থ হয়। বেল-মাদ্রিচরা সেল্তা দে ভিগোর রক্ষণভাগে চাপ সৃষ্টি করলেও তা ভেদ করে গোলের দেখা পাননি।
 
দ্বিতীয়ার্ধেও সেল্তা দে ভিগোকে চাপে রাখে রিয়াল। ফল মেলে ৬০ মিনিটে। এ সময় মার্কো আসেনসিওর শট গোলরক্ষক ঠেকালেও বিপদমুক্ত করতে পারেননি। ফলে ফিরতি বল ধরে লক্ষ্যভেদ করেন আলভারো মোরাতা। অবশ্য রিয়ালের এই এগিয়ে যাওয়ার স্বস্তি ছিল মাত্র ৭ মিনিট। কারণ ৬৭তম মিনিটে চিলির ফরোয়ার্ড ফাবিয়ান ওরেজানা ২৫ গজ দূর থেকে বিদ্যুৎ গতির শটে ম্যাচে সমতা ফেরান।
 
ম্যাচে এরপর যখন সবাই ভাবছিল ১-১ গোলের সমতা নিয়ে শেষ হবার কথা, ঠিক তখন ক্রুসের নৈপুণ্যে আবার এগিয়ে যায় স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধের বদলি লুকাস ভাসকেসের বাড়ানো বল ধরে ডি বক্সের বাইরে থেকে নিচু শটে পোস্ট ঘেঁষে জালে জড়ান এই জার্মান ফরোয়ার্ড। ফলে ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে রিয়াল। দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষে আছে দলটি। গোল ডটকম।

No comments:

Post a Comment

Recent Posts Widget