ইংল্যান্ড ক্রিকেট দলের বাংলাদেশ সফর খেলোয়াড়দের ইচ্ছার ওপর ছেড়ে দিয়েছে ইসিবি। অধিনায়ক এউইন মরগান বলেন, চলতি সপ্তাহে বাংলাদেশ সফরের ক্ষেত্রে স্বাধীনতা পাবে ইংলিশ খেলোয়াড়রা। কেউ যদি বাংলাদেশ সফর করতে না চায় তবে সে স্কোয়াড থেকে নিজেকে প্রত্যাহার করতে পারবে।
এ বিষয় নিয়ে আগামীকাল বৃহস্পতিবার ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) নিরাপত্তাবিষয়ক পরিচালক রেগ ডিকাসনের সঙ্গে বৈঠকে বসবেন মরগান ও টেস্ট অধিনায়ক এলিস্টার কুক সহ দলীয় সদস্যরা।
বিগত বছরগুলোতে নিরাপত্তার কারণ দেখিয়ে বাংলাদেশে অনূর্ধ্ব-১৬ দল এবং জাতীয় দল পাঠানো থেকে বিরত রয়েছে অস্ট্রেলিয়া। গত মাসে ঢাকার গুলশানে জঙ্গি হামলার পর নিরাপত্তার বিষয়টি ফের সামনে চলে এসেছে। ওই হামলায় ৯ জন ইতালীয় সহ ২০ জনকে হত্যা করে জঙ্গিগোষ্ঠি।
মরগান মঙ্গলবার ব্রিটিশ মিডিয়াকে বলেন, বাংলাদেশ ও ভারত সফরের বিষয়ে তারা আমাদের জিজ্ঞাসা করবে। বিষয়টি নিয়ে আমাদের নিজেদের মধ্যে বেশ খোলামেলা আলোচনা হয়েছে। তিনি বলেন, ‘অনেকদিন ধরেই ছেলেরা সফরে যাচ্ছে না। তাই এই সফরে গেলেও নিরাপত্তার বিষয়টি মাথায় রাখতে হবে। বিষয়টি একান্তই নিজস্ব। ইচ্ছে করলে এখন বা পরে আপনি দল থেকে সটকে পড়তে পারবেন।’
এমনিতেই যেকোনো সফরে নিজের মতামতের একটি গুরুত্ব থাকে। তবে এখানে প্রধান্য দেয়ার ধরনটি কিছুটা ভিন্ন।
আগামী অক্টোবরে বাংলাদেশ সফরের কথা রয়েছে ইংলিশ দলের। সফরকালে তারা স্বাগতিকদের সঙ্গে তিনটি ওডিআই ও দুটি টেস্ট ম্যাচ খেলার কথা। বাংলাদেশ সফর শেষে নভেম্বরে ভারত সফরের সুচি রয়েছে ইংল্যান্ডের।
উল্লেখ্য, ২০০১ সালে ভারত সফরকারী দল থেকে নিরাপত্তার আশংকায় নিজেদের প্রত্যাহার করে নিয়েছিলেন বোলার এন্ডি ক্যাডিক ও রবার্ট ক্রফট
No comments:
Post a Comment