ক্রিকেট বিশ্বে বিরাট কোহলি, স্টিভেন স্মিথ বা জো রুটকে নিয়ে যতটা আলোচনা হয়, তার
সিকিভাগও হয় না কেইন উইলিয়ামসনকে নিয়ে। নিউজিল্যান্ডের এই ডানহাতি ব্যাটসম্যান যেন
খেলে যান আপনমনে। আর প্রায় নীরবেই তিনি দেখিয়ে চলেছেন দারুণ সব কৃতিত্ব।
জিম্বাবুয়ে সফরের দ্বিতীয় টেস্টে শতরানের ইনিংস খেলে টেস্ট ক্রিকেটের এক অভিজাত
ক্লাবে জায়গা করে নিয়েছেন উইলিয়ামসন। ১৩ সদস্যের যে ক্লাবের সদস্য শচীন টেন্ডুলকার,
ব্রায়ান লারা, রিকি পন্টিংদের মতো
কিংবদন্তিরা।
উইলিয়ামসনের আগে সবগুলো টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে শতক করেছিলেন মাত্র ১২ জন
খেলোয়াড়। দক্ষিণ আফ্রিকার গ্যারি কারস্টেন, জ্যাক ক্যালিস; শ্রীলঙ্কার মারভান আতাপাত্তু,
কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনে; অস্ট্রেলিয়ার অ্যাডাম গিলক্রিস্ট, রিকি
পন্টিং,
স্টিভ ওয়াহ; ভারতের রাহুল দ্রাবিড়, শচীন টেন্ডুলকার; ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারা ও
পাকিস্তানের ইউনুস খান। নিউজিল্যান্ডের প্রথম ও টেস্ট ইতিহাসের ১৩তম ব্যাটসম্যান
হিসেবে এই বিরল কৃতিত্ব অর্জন করেছেন উইলিয়ামসন।
একটি দিক দিয়ে অবশ্য সবাইকেই ছাড়িয়ে গেছেন কিউই অধিনায়ক। এই কীর্তি তিনি
গড়েছেন সবচেয়ে কম, ৯১টি
ইনিংস খেলে। জিম্বাবুয়ের বিপক্ষে শতকটা ছিল উইলিয়ামসনের টেস্ট ক্যারিয়ারের ১৪তম
শতক। এর আগে শ্রীলঙ্কার বিপক্ষ তিনটি, অস্ট্রেলিয়া, ভারত ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি করে এবং বাংলাদেশ, পাকিস্তান, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে
একটি করে শতক করেছেন উইলিয়ামসন।
উইলিয়ামসনের আগে সবচেয়ে কম, ১১৪টি ইনিংস খেলে সবগুলো দলের বিপক্ষে শতক পূর্ণ করেছিলেন সাঙ্গাকারা।
No comments:
Post a Comment