ফকনারের হ্যাটট্রিকের উল্লাস

এক বছরেরও বেশি সময় পর হ্যাটট্রিকের সাক্ষী হলো ওয়ানডে ক্রিকেট। গত বছরের জুলাইয়ে মিরপুরে বাংলাদেশের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদা। ১৩ মাস পর আজ টানা তিন বলে উইকেট নেওয়ার কীর্তি গড়লেন অস্ট্রেলিয়ার জেমস ফকনার।
আজ কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হয়েছে শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়া। টস জিতে ব্যাটিংয়ে নামা শ্রীলঙ্কানদের সংগ্রহ ২৮৮ রান। সিরিজে সমতা ফেরাতে এই ম্যাচ জিততেই হবে স্বাগতিকদের।

ফকনারের কীর্তির সূচনা ৪৬তম ওভারের শেষ বলে। ৫৪ রান করা কুসাল পেরেরাকে এলবিডব্লুর ফাঁদে ফেলে প্রথম উইকেটের আনন্দে মেতে উঠেছেন এই বাঁহাতি পেসার। ৪৮তম অর্থাৎ নিজের পরের ওভারের প্রথম দুই বল তাঁকে এনে দিয়েছে হ্যাটট্রিকের উল্লাস। প্রথমে প্রতিপক্ষ অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউসকে (৫৭) লংঅফে মোইজেস হেনরিক্সের ক্যাচ বানিয়েছেন তিনি। পরের বলেই থিসারা পেরেরা বোল্ড! ৯ ওভারে ৪৫ রানের বিনিময়ে ফকনারের শিকার ওই তিনটিই। 

ষষ্ঠ অস্ট্রেলীয় বোলার হিসেবে ওয়ানডেতে হ্যাটট্রিক করলেন ফকনার। সব মিলিয়ে ওয়ানডেতে এটা ৪০তম হ্যাটট্রিক।

No comments:

Post a Comment

Recent Posts Widget