আসন্ন ইংল্যান্ড সিরিজকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় দলের অনুশীলন ক্যাম্প চলছে। অনুশীলনের অংশ হিসেবেই দুই দলে ভাগ হয়ে তিনটি প্রস্তুতি ম্যাচ খেলবে ঘোষিত ৩০ জনের স্কোয়াডে থাকা ক্রিকেটাররা। আজ প্রথম ম্যাচে মাশরাফির লাল দল ৩ উইকেটে হারিয়েছে নাসিরের সবুজ দলকে।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্বান্ত নেয় নাসিরের সবুজ দল। দলের পক্ষে মুশফিকুর রহিম অনবদ্য ৯০ রান করেন। এ ছাড়া নাসির ৪৭ রান করেন। তবে অন্যান্য ব্যাটসম্যানরা ব্যর্থ হয়েছেন। ফলে ৪৭ দশমিক ৪ ওভারে ১৯৪ রান করতে সমর্থ হয় সবুজ দল। লাল দলের পক্ষে তাসকিন ৪টি ও মাশরাফি ২টি উইকেট নেন।
জবাবে মাহমুদুল্লাহ রিয়াদের ৬২ ও মোসাদ্দেকের ৩৫ রানের ওপর ভর করে ৩২ বল হাতে রেখেই ম্যাচ জিতে নেয় লাল দল। সবুজ দলের শফিউল ও তাইজুল ৩টি করে উইকেট নেন।
স্কোর :
সবুজ দল : ১৯৪, ৪৭.৪ ওভার (মুশফিক ৯০*, নাসির ৪৭, তাসকিন ৪/১৮, মাশরাফি ২/১৪)।
লাল দল : ১৯৬/৭, ৪৪.৪ ওভার (রিয়াদ ৬২*, মোসাদ্দেক ৩৫, শফিউল ৩/১৮, তাইজুল ৩/৩৩)।
ফল : লাল দল ৩ উইকেটে জয়ী।
সূত্র : বাসস