সিরিজের স্বপ্নে আবার কলম্বোতে বাংলাদেশ দল

শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচ খেলতে কলোম্বো পৌঁছে গেছে বাংলাদেশ ক্রিকেট দল। ডাম্বুলাতে দ্বিতীয় ওয়ানডে ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ায় তৃতীয় ম্যাচটি তাই অঘোষিত ‘ফাইনাল’ এ পরিণত হয়েছে। সিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে এই ম্যাচ আগামি ১ এপ্রিল সকাল ১০ টায় ম্যাচটি শুরু হবে।

এক বছর নিষিদ্ধ ইরফান ও দশ লাখ রূপি জরিমানা

ক্রিকেটার শারজিল খান, খালিদ লতিফের পর এবার কপাল পুড়লো পাকিস্তানি পেসার মোহাম্মদ ইরফানের। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দ্বিতীয় আসরে স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন বাঁহাতি এই পেসার।
 
বুধবার এক বিবৃতিতে ইরফানকে এক বছরের জন্য নিষিদ্ধ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এর আগে অবশ্য ইরফানকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছিলো পিসিবি। নিষেধাজ্ঞার ছাড়াও ইরফানকে পড়তে হয়েছে জরিমানার মুখেও। একই সাথে তাকে দশ লক্ষ রূপি জরিমানাও করেছে দেশটির ক্রিকেট বোর্ড।

কোহলিকে অস্ট্রেলিয়ানদের ক্ষমা করার পরামর্শ গাঙ্গুল...

নিজেদের মাঠে সদ্য শেষ হওয়া টেস্ট সিরিজে স্লেজিংয়ের জন্য অস্ট্রেলিয়ার খেলোয়াড়দের ক্ষমা করতে এবং মাঠের সকল তর্ক-বির্তক ভুলে যেতে ভারত অধিনায়ক বিরাট কোহলিকে ভুলে যাওয়ার পরামর্শ দিয়েছেন দেশটির সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। ভারত-অস্ট্রেলিয়া চার ম্যাচের টেস্ট সিরিজ শেষে কোহলির উদ্দেশ্যে এমন মন্তব্য করেছেন প্রিন্স অব কোলকাতা।

ছয় বছর পর ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষে ফিরবে ব্রাজিল

দীর্ঘ ছয় বছর ফুটবল পরাশক্তি ব্রাজিল আবারো ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষস্থানে ফিরে আসবে । আগামি ৬ এপ্রিল এই তালিকা প্রকাশ করা হবে।  
 
ব্রাজিলের কোচ টিটে দায়িত্ব নেয়ার পর দলটি টানা নয় ম্যাচ জিতে নিয়েছে, যারমধ্যে ২৫ গোল করলেও ২ টি গোল হজম করেছে সেলেকাওরা। গত সপ্তাহে উরুগুয়ের বিপক্ষেও ৪-১ গোলের জয় ও মঙ্গলবার প্যারাগুয়ের বিপক্ষে ৩-০ গোলে জয়ের দরুণ আগামি বছর রাশিয়ায় অনুষ্ঠিত বিশ্বকাপে প্রথম দল হিসেবে অংশগ্রহণ নিশ্চিত করেছে। 

ছয় বছর পর ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষে ফিরবে ব্রাজিল

দীর্ঘ ছয় বছর ফুটবল পরাশক্তি ব্রাজিল আবারো ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষস্থানে ফিরে আসবে । আগামি ৬ এপ্রিল এই তালিকা প্রকাশ করা হবে।  
 
ব্রাজিলের কোচ টিটে দায়িত্ব নেয়ার পর দলটি টানা নয় ম্যাচ জিতে নিয়েছে, যারমধ্যে ২৫ গোল করলেও ২ টি গোল হজম করেছে সেলেকাওরা। গত সপ্তাহে উরুগুয়ের বিপক্ষেও ৪-১ গোলের জয় ও মঙ্গলবার প্যারাগুয়ের বিপক্ষে ৩-০ গোলে জয়ের দরুণ আগামি বছর রাশিয়ায় অনুষ্ঠিত বিশ্বকাপে প্রথম দল হিসেবে অংশগ্রহণ নিশ্চিত করেছে। 

দুবাইতে পাকিস্তানের সঙ্গে সিরিজ খেলতে চায় ভারত

চলতি বছরের শেষ দিকে দুবাইতে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে একটি সিরিজ খেলতে নিজ সরকারের কাছে অনুমতি চেয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ভারতীয় গণমাধ্যমে আজ প্রকাশিত রিপোর্টে এ কথা বলা হয়েছে।
প্রায় দেড় মাসে আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে চিঠি পাঠানো বোর্ড চ্যাম্পিয়ন্স লীগ টি-২০ টুর্নামেন্টের পর সেপ্টেম্বর অথবা টিম ইন্ডিয়ার দক্ষিণ আফ্রিকা সফরের আগ মুহুর্তে নভেম্বর মাসে এ সিরিজ আয়োজন করতে চায়।

CHANNEL BD24: বলিভিয়ার কাছে হারল মেসি বিহীন আর্জেন্টিনা

মঙ্গলবার রাতে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে বলিভিয়ার কাছে ২-০ গোলে হেরে গেল আর্জেন্টিনা। দেশটির উচ্চতা নিয়ে বরাবরই বাহিরের দেশের ফুটবলারদের ধুকতে হয়, সেই সঙ্গে এই ম্যাচে যোগ হয়েছিল ইনজুরি সমস্যা। ভাঙ্গাচোরা আর্জেন্টিনা দল নিয়ে বলিভিয়ায় খেলতে গিয়েছিলেন এদোয়ার্দো বাউসা।

CHANNEL BD24: ঘরের মাঠে প্যারাগুয়েকে ৩-০ গোলে হারাল ব্রাজিল

ব্রাজিলের সাও পাওলোতে প্যারাগুয়েকে ৩-০ গোলে হারাল ব্রাজিল। বিশ্বকাপ বাছাই পর্বে এই জয়ের মাধ্যমে শীর্ষস্থান আরো নিশ্চিত করেছে ব্রাজিল। ম্যাচে প্যারাগুয়েকে কোন সুযোগ না দিয়ে দুর্দান্ত ছন্দে থেকে ম্যাচ শেষ করে নেইমাররা।
এই ম্যাচে জয়ের মাধ্যমে ৩৩ পয়েন্ট অর্জন করেছে ব্রাজিল। তাদের পরবর্তী অবস্থানে থাকা কলম্বিয়ার পয়েন্ট ২৪। এই হিসেবে এরই মধ্যে রাশিয়া বিশ্বকাপ নিশ্চিত করে ফেলেছে ব্রাজিল। অন্যদিকে পয়েন্ট তালিকার তলানিতে থাকা বলিভিয়ার কাছে হেরে বিশ্বকাপ বাছাই পর্ব থেকে ছিটকে পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে আর্জেন্টিনার।

CHANNEL BD24: Brazil vs Argentina Next Match Schedule As per Ban...

Most of the Bangladesh football fans are searching about on which time Brazil vsArgentina Foot Ball Match Schedule As Per Bangladesh Time, starting in Bangladesh and Which TV channels the live coverage of the match in Bangladesh country.

Next Match Is 
Brazil vs Argentina 
This match Will be start in 09-June-2017 At 06.05 PM
For watching Live……Click Here

CHANNEL BD24: পাকিস্তান সীমিত ওভারের দলে ফিরলেন শেহজাদ ও কামরান

পাকিস্তান সীমিত ওভারের দলে ফিরলেন শেহজাদ ও কামরান

পাকিস্তান সীমিত ওভারের দলে ফিরলেন আহমেদ শেহজাদ ও কামরান আকমল। এ মাসের শেষ দিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুরু হতে যাওয়া চার ম্যাচের টি-২০ ও তিন ওয়ানডে সিরিজের জন্য আজ ঘোষিত উভয় দলেই পুনরায় ডাক পেয়েছেন শেহজাদ ও কামরান।
সদ্য শেষ হওয়া পাকিস্তান সুপার লীগে (পিএসএল) ভাল পারফরমেন্স করায় উভয় ব্যাটসম্যানকেই পুনরায় দলে ডাকা হয়েছে।
দলের নেতৃত্ব দেবেন উইকেটরক্ষক ব্যাটসম্যান সরফরাজ আহমেদ। চার টি-২০ সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে বার্বাডোজে ২৬ মার্চ । সিরিজের বাকি তিন ম্যাচই অনুষ্ঠিত হবে পোর্ট অব স্পেনে। যথাক্রমে ৩০ মার্চ, ১ ও ২ এপ্রিল।

CHANNEL BD24: আইসিসি’র চেয়ারম্যানের পদ থেকে সরে গেলেন মনোহর

আইসিসি’র চেয়ারম্যানের পদ থেকে সরে গেলেন মনোহর

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যানের পদ থেকে নিজেই সরে গেলেন সাবেক ভারতীয় ক্রিকেট বোর্ড প্রধান শশাঙ্ক মনোহর। ব্যক্তিগত কারন দেখিয়েই চেয়ারম্যানের পদ থেকে সড়ে গেলেন তিনি। 
আইসিসির প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসনকে একটি চিঠির মাধ্যমে নিজের পদত্যাগের কথা জানিয়ে মনোহর লিখেছেন, ‘আমার সেরাটা দেয়ার জন্য আমি যথাসাধ্য চেষ্টা করেছি ও পক্ষপাত না করার চেষ্টা করেছি এবং নিরপেক্ষভাবে বোর্ডের কার্যকলাপগুলো মীমাংসা করেছি। সবকিছুতে ডিরেক্টরদের সহায়তা করেছি। কিন্তু ব্যক্তিগত কারণে এখন আর এই পদে থাকা সম্ভব হচ্ছে না। তাই এ পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। আমি বোর্ডের সকল ডিরেক্টর, ম্যানেজমেন্ট ও সকল স্টাফদের ধন্যবাদ জানাচ্ছি যারা আমাকে সর্বদা সহায়তা করেছে। আইসিসির জন্য আমার

CHANNEL BD24: চান্দিমালের প্রতিরোধ ভাঙলেন মিরাজ

CHANNEL BD24: চান্দিমালের প্রতিরোধ ভাঙলেন মিরাজনিজেদের শততম টেস্টের দ্বিতীয় দিনের শুরুতে ফিরে গেছেন লংকান অধিনায়ক রঙ্গনা হেরাথ। সাকিবের বলে স্লিপে সৌম্য সরকারের হাতে ধরা পড়ার আগে তিনি ৯১ বলে ২৫ রান করেন। এরপর সুরঙ্গা লকমালকে নিয়ে ৫৫ রানের জুটি গড়েন দিনেশ চান্দিমাল। ৩০০ বল মোকাবেলায় ১৩৮ রান করে মিরাজের বলে মোসাদ্দেকের তালুবন্দি হন তিনি, দলীয় ৩০৫ রানে।


প্রতিবেদন পর্যন্ত শ্রীলংকার সংগ্রহ ৩১০/৯। সুরঙ্গা লকমাল ১১ এবং সাদাকান ১ রানে ক্রিজে আছেন।বুধবার কলম্বোর পি সারা ওভাল স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শ্রীলংকা। তবে শুরু থেকেই ব্যাটসম্যানদের কোণঠাসা করে রাখে টাইগার বোলাররা।

বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিল দলে দিয়েগো সুজা

ইনজুরির কবলে পড়া ম্যানচেস্টার সিটি তারকা গ্যাব্রিয়েল জেসুসের পরিবর্তিত হিসেবে ব্রাজিলের বিশ্বকাপ বাছাইয়ের স্কোয়াডে ডাক পেয়েছেন দিয়েগো সুজা।
২০১৮ ফিফা বিশ্বকাপ বাছাইপর্বে উরুগুয়ে ও প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচের জন্য শুক্রবার ঘোষিত ব্রাজিল দলে মোট তিনটি পরিবর্তন আনা হয়েছে। গত বছর শুরু করা আন্তর্জাতিক ক্যারিয়ারে অসাধারণ সূচনা করেছিলেন জেসুস। ছয় ম্যাচে অংশ নিয়ে ৫গোল আদায় করেছেন তিনি। ফলে নতুন কোচ তিতের অধীনে থাকা দলটি বাছাইপর্বের পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান করছে।

পাকিস্তানে নিরাপত্তা পিএসএলের ফাইনালের জন্য বড় ঝুঁ...

রবিবার লাহোরে অনুষ্ঠিতব্য পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনালের জন্য ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পাকিস্তান কর্তৃপক্ষ। জঙ্গিদের ক্রমবর্ধমান হামলা গত কয়েক বছরের মধ্যে পাকিস্তানের মাটিতে সর্ববৃহৎ এই ম্যাচে অংশগ্রহণ করতে যাওয়া বিদেশি ক্রিকেট তারকাদের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। 
এ জন্য সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিপুল সংখ্যক সেনা ও বুলেট গ্রুপ গাড়িও ব্যবহার করবে আয়োজকরা। ২০০৯ সালে পাকিস্তান সফরকারী শ্রীলংকান খেলোয়াড় বহনকারী বাসে সশস্ত্র হামলার কারণে বর্তমানে নির্বাসিত রয়েছে পাকিস্তানের আন্তর্জাতিক ক্রিকেট আয়োজন। ফলে অস্থিতিশীল নিরাপত্তা ঝুঁকি মোকাবেলার জন্য লাহোরের পুরো ভেন্যু জুড়ে মোতায়েন থাকবে হাজার হাজার সেনা ও পুলিশ সদস্য।

বিশ্বকাপ বাছাই পর্বে আর্জেন্টিনাকে নেতৃত্ব দেবে মে...

বিশ্বকাপ বাছাই পর্বে আর্জেন্টিনাকে নেতৃত্ব দেবে মেসি

বিশ্বকাপ বাছাইপর্বে চলতি মাসের শেষ দিকে চিলি ও বলিভিয়ার বিপক্ষে ম্যাচে আর্জেন্টিনার অগ্রণী ভূমিকা পালন করবেন লিওনেল মেসি ও সার্জিও এগুয়েরো।
বার্সেলোনা সুপার স্টার লিওনেল মেসি ও ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার সার্জিও এগুয়েরোকে অন্তর্ভুক্ত করেই শুক্রবার আসন্ন ম্যাচ দু'টির জন্য দল ঘোষণা করেছেন আর্জেন্টিনা কোচ এডগার্ডো বাউজা।

Recent Posts Widget